বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্প করবে টাইগাররা

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-03-06T15:32:46+06:00
আপডেট হয়েছে - 2022-03-06T15:32:46+06:00
এ বছর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেকটি আসর। বিগত আসরগুলোর ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্যে বিশ্বকাপ ভেন্যুতে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা।
[caption id="attachment_193925" align="aligncenter" width="800"]

বিশ্বকাপে মানিয়ে নিতে অ্যাডিলেড অথবা পার্থে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ফাইল ছবি[/caption]
গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। এবারের বিশ্বকাপ আরও কঠিন কন্ডিশনে- অস্ট্রেলিয়ায়। এশিয়ার বাইরের ভেন্যুগুলোতে খাপ খাইয়ে নেওয়া উপমহাদেশের দলগুলোর জন্য দুরূহ। বাংলাদেশের জন্য তা আরও কষ্টসাধ্য, বিশেষ করে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি।
সাম্প্রতিক সময়ের ব্যর্থতায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আরও দুর্ভাবনা জেগেছে। তবে সেই দুর্ভাবনা দূর করতে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্যাম্পের আয়োজন করছে বিসিবি। দুই সপ্তাহের এই ক্যাম্প হবে অ্যাডিলেড অথবা পার্থে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'বিশ্বকাপের আগে অ্যাডিলেড অথবা পার্থে দুই সপ্তাহের ট্রেনিং আয়োজনের চেষ্টা করছি। ওখানে প্রাক-বিশ্বকাপ ক্যাম্প হবে। আশা করছি কার্যকরী একটা ক্যাম্প হবে।'
[caption id="attachment_193923" align="aligncenter" width="800"]

পাওয়ার হিটিং কোচ নিয়োগের বিষয়ে ভাবছে বিসিবি। ফাইল ছবি[/caption]
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ ব্যাট হাতে পাওয়ার হিটিংয়ে অপারদর্শিতা। এই নাজুক দশা কাটাতে কার্যকরী হতে পারেন পাওয়ার হিটিং কোচ। বর্তমানে অনেক দেশই হাত বাড়াচ্ছে পাওয়ার হিটিং কোচের দিকে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোচিং প্যানেলে বেশ কিছু রদবদল এসেছে। জালাল ইউনুস জানালেন, পাওয়ার হিটিং কোচ নিয়োগের বিষয়টিও বিসিবির ভাবনায় আছে। তিনি বলেন,
'পাওয়ার হিটিং কোচ নিয়োগের ব্যাপারটি আমাদের মাথায় আছে।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।