ভারত সিরিজের ব্যর্থতা ডিলিট করে দিয়েছেন ইমরুল

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-12-26T15:26:31+06:00
আপডেট হয়েছে - 2019-12-26T23:19:57+06:00
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ এক সিরিজ কাটিয়ে বিপিএল টি-টোয়েন্টিতে রানে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। তাই তো সেই সিরিজের ব্যর্থতা সেখানেই ফেলে এসেছেন তিনি। এছাড়াও নিজের জন্য কখনো ভাবেন না তিনি।
[caption id="attachment_109644" align="aligncenter" width="600"]

চার ইনিংসে ২১ রান করেছেন ইমরুল। ছবিঃ এএফপি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
ের বিপক্ষে টেস্টে ছিলেন না অভিজ্ঞ ওপেনার
। তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার না থাকাতে তরুণ সাদমানের সঙ্গে অভিজ্ঞ হিসেবে রাখা হয়েছিল ইমরুল কায়েসকে। অথচ সেই আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ ইমরুল। দুই টেস্টের চার ইনিংসে মোটে রান করেছেন কেবল ২১!





চার ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি। চার ইনিংসে তার সর্বোচ্চ ৬! অভিজ্ঞ ইমরুলের এমন মলীন পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমলোচনা হয়েছিল তার। তবে ভারত সিরিজের ব্যর্থতা সেখানেই ফেলে এসেছেন দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। মিডিয়ার সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ইমরুল।
“ভারত সিরিজে ভালো ক্রিকেট খেলিনি এটা মানতেই হবে। শুধুমাত্র আমি না, আমাদের কেউই ভালো ক্রিকেট খেলেনি। ভারতের পার্টটা ওখানেই শেষ। ওইটা নিয়ে চিন্তা করতে হলে পিছিয়ে যেতে হবে। আমি ওখানেই ডিলিট করে দিয়েছি।”





ভারত সিরিজে ব্যর্থতার পর বিপিএলে রানে ফিরেছেন তিনি। এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদের মধ্যে মুশফিক বাদে ভালো করেছেন ইমরুল। তবে তিনি জানিয়েছেন নিজের জন্য না ভেবে দলের চাহিদা পূরণে জোর দিচ্ছেন।
“আমি আসলে কত নম্বরে আছি এটা নিয়ে চিন্তা করছি না। এগুলো নিয়ে চিন্তা করলে, যে ম্যাচগুলোতে রান করিনি সেগুলায় হয়তো নিজের খেলাটা খেলতে পারতাম। হয়তো ৫০ বল খেলে নিজের জন্য ৬০-৭০ রান করতে পারতাম। কিন্তু আমি চেষ্টা করছি দলের চাওয়া অনুযায়ী খেলার। এখন আমার রান কত হলো এটা বড় কিছু না। টুর্নামেন্টে শেষে কে কত রান করেছে সেটা বড় জিনিস। আমি ওইটার দিকে এতোটা দৃষ্টি দিচ্ছি না।”
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।