মাশরাফিকে দলে না নিতে চাওয়ার কারণ ব্যাখ্যা

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-11-18T12:46:54+06:00
আপডেট হয়েছে - 2019-11-18T13:16:41+06:00
‘এ প্লাস’ ক্যাটাগরিতে মাত্র ৪ জন বাংলাদেশি। প্রথম রাউন্ডেই তাদেরকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাওয়ার কথা। অথচ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম দল পেলেও মাশরাফির প্রতি কারো আগ্রহ নেই!

শেষ পর্যন্ত পঞ্চম রাউন্ডে মাশরাফি দল পেয়েছেন। তাকে দলভুক্ত করে ঢাকা প্লাটুন। কিন্তু ড্রাফট শেষে অনেক দায়িত্বশীলকেই মুখোমুখি হতে হল এমন প্রশ্নের- মাশরাফিকে কেন নিচ্ছিলেন না?




আকরাম খান আছেন রংপুর রেঞ্জার্সের সাথে। রংপুরের টিম ডিরেক্টর জানালেন, বাজেটে দৃষ্টি আর তারুণ্যনির্ভর দল গোছানোর পরিকল্পনা থেকেই মাশরাফির কথা ভাবেননি তারা। প্রসঙ্গত, এই দলে ‘এ প্লাস’ ক্যাটাগরির চার বাংলাদেশি কেউই নেই।
আকরাম বলেন,
‘দল কেমন করা হবে সেটা নিয়ে প্রথমেই আমরা চিন্তাভাবনা করেছি। আমাদের বাজেট বড় একটা ফ্যাক্টর। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাট, তরুণ খেলোয়াড়দের উপর বেশি নির্ভর করছি। ড্রাফটে দল তো মনের মত হয় না। তারপরও আমরা যে দল করেছি আল্লাহর রহমতে ভালোই।’





শেষপর্যন্ত মাশরাফিকে নিয়েছে যে ঢাকা প্লাটুন, সেই দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তামিমকে দলে নেওয়ার পরও মাশরাফিকে অন্তর্ভুক্তি বিতর্ক ছড়ালেও মাশরাফিকে প্রথমে না নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন সালাউদ্দিনও।
তিনি বলেন,
‘শুরুতে আসলে ডাকার মত সুযোগ ছিল না। এ প্লাস ক্যাটাগরির একজনকেই নিতে পারব। এ কারণেই ডাকতে পারিনি। প্রথমেই যেহেতু তামিমকে নিয়েছি। তাই মাশরাফিকে ডাকার কোনো সুযোগ ছিল না। এজন্যই ডাকা হয়নি।’
ঢাকায় আছেন শহীদ আফ্রিদিও।
ের এই অলরাউন্ডার টি-টোয়েন্টি লিগগুলোতে দাপিয়ে বেড়ান। সালাউদ্দিন মনে করেন, অভিজ্ঞদের উপস্থিতিতে দৃঢ় হবে তার দল।
তিনি বলেন,
‘টি-টোয়েন্টি অনেক অভিজ্ঞতার খেলা- এটা আমি বিশ্বাস করি। প্রত্যেক বলে সিদ্ধান্ত পাল্টাতে হয়। তারা অনেক অভিজ্ঞ। তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে। মাঠে তো তারাই খেলবে, আমি খেলব না। তাই আমার মনে হয় মাঠের ভেতর যত বড় মাথা থাকবে, সিদ্ধান্ত নিতে তত সুবিধা হবে। তাদের কাছ থেকে অনেকে শিখতে পারবে।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।