██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

মাশরাফির সুস্থতা কামনায় খেলোয়াড়দের প্রার্থনা

মাশরাফির সুস্থতা কামনায় খেলোয়াড়দের প্রার্থনা
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2020-06-20T17:22:54+06:00

আপডেট হয়েছে - 2020-06-20T20:17:09+06:00

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে করোনাভাইরাস থাবা দিলো, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার মাধ্যমে। সাবেক অধিনায়কের সুস্থতা কামনা করে ক্রিকেটারদের পাশাপাশি ফুটবলাররাও প্রার্থনা করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুসারীদের অনুরোধ করেছেন তার জন্য প্রার্থনা করতে।
বিশ্বকাপ থেকে বাদ মাশরাফির কাছে 'শাপেবর'
শনিবার দুপুরে জানা যায় মাশরাফির কোভিড ১৯ আক্রান্ত হওয়ার খরব। গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তার। তাই পরীক্ষা কোভিড ১৯ করতে দিয়েছিলেন এই ক্রিকেটার। শঙ্কায় অবশেষে সত্য হয়ে আসলো। তবে বড় কোনো জটিলতায় পড়েননি। তার দ্রুতই সুস্থতা কামনা করা যাচ্ছে।
স্বাভাবিকভাবেই জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশের ফুটবলাররা তার জন্য ব্যথিত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটার বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ মাশরাফির সুস্থতা কামনা করে লিখেছেন, 
'তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে আল্লাহ আপনাকে সাহায্য করুন, মাশরাফি ভাই। সবাই তার জন্য দোয়া করবেন।'
মোসাদ্দেক হোসেন সৈকত লিখেছেন, 
'মাশরাফি ভাইয়ের কোভিড ১৯ পজিটিভ এসেছে। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ দিন।'
ফুটবলার বিপলু আহমেদও ক্রিকেটের এই তারকার জন্য ব্যথিত। তিনি লিখেছেন, 
'প্রিয় ভক্ত-অনুসারীরা, আমাদের সুপারম্যান মাশরাফি বিন মুর্তজা ভাইয়ের জন্য দোয়া করুন। তিনি কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছে। কিন্তু আমরা জানি তিনি একজন যোদ্ধা এবং তিনি এই যুদ্ধেও জয় নিয়ে ফিরবেন।'
আরেক ফুটবলার সোহেল রানাও আশা করেছেন বরাবরের মতো বিজয়ীর নামটা মাশরাফিই হবে, 
'এবার প্রতিপক্ষ করোনা, আমি আশাবাদী এই লড়াইয়ে জয়ী হবেন প্রিয় মাশরাফি বিন মুর্তজা ভাই। আসেন সবাই মিলে দোয়া করি তার জন্য।'
জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস লিখেছেন, 
'মাশরাফি ভাইয়ের করোনাভাইরাসে আক্রান্তের খবর শুনে খুবই ব্যথিত হয়েছি। দ্রুত সুস্থতা কামনা করি। আপনার জন্য সবসময় দোয়া থাকবে।'
সৌম্য সরকার লিখেছেন,
'আশা করছি, আপনি সেই আগের মতোই আবার যুদ্ধ করবেন এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। ঈশ্বর আপনার সহায় হোন। আমাদের দেশে কোভিড ১৯ এ আক্রান্ত সকলের জন্যই আমি প্রার্থনা করি যেন সবাই দ্রুত সুস্থ হয়ে ওঠেন।'
এছাড়া
, রুবেল হোসেন, সাব্বির রহমানও মাশরাফির সুস্থতার জন্য প্রার্থনা করে ও সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ করে পোস্ট দিয়েছেন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.