রিয়াদের বিকল্প হিসেবেই দলে মোসাদ্দেক

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-04-16T17:14:11+06:00
আপডেট হয়েছে - 2019-04-16T17:24:42+06:00
১৮ তারিখে বিশ্বকাপ দল ঘোষণার কথা থাকলেও দুই এগিয়ে আজ (১৬ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে মিরপুরে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্যের নাম। সেই সাথে জানানো হয়েছে আয়ারল্যান্ড সফরের ১৭ জনের নামও। দুই দলেই নাম আছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। মূলত মাহমুদউল্লাহ রিয়াদের বিকল্প হিসেবেই তাকে দলে নেয়া হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন মোসাদ্দেক। তিনটি ম্যাচে সুযোগ পেয়েও আশানুরূপ পারফর্ম করতে পারেননি তিনি। তিন ম্যাচে করেছিলেন যথাক্রমে ১ রান (৫ বল), অপরাজিত ২৬ রান (৬০ বল) ও ১২ রান (৪৩ বল)। ফলে বাদ পড়ে গিয়েছিলেন দল থেকে।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




মাহমুদউল্লাহ রিয়াদ পড়েছিলেন কাঁধের ইনজুরিতে। ব্যাটিং করতে কোনো সমস্যা না হলেও, বল করতে কিছুটা সমস্যা হচ্ছে তার। রিয়াদের এই চোটই মূলত সুযোগ করে দিয়েছে মোসাদ্দেককে। বিশ্বকাপের স্কোয়াডে মূলত একজন অফস্পিনিং অলরাউন্ডার হিসেবেই ডাক পেয়েছেন তিনি। রিয়াদ বল করতে না পারলে সেই দায়িত্বটাও পালন করতে হবে মোসাদ্দেককে।
মোসাদ্দেকের দলে অন্তর্ভুক্তির ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'আমরা একটা অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফ স্পিন করতে পারে। রিয়াদের কাঁধে চোট আছে, বোলিং নাও করতে পারে। এটা চিন্তা করে ব্যাকআপ হিসেবে স্পিন অলরাউন্ডার সৈকতকে নেওয়া।'





একদিনের ক্রিকেটে ২৪টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে ২০ ইনিংসে এক অর্ধশতকে সংগ্রহ করেছেন ৩৪১ রান। সর্বোচ্চ ইনিংস ৫০ রানের। ২২ ইনিংসে বল করে শিকার করেছেন ১১ উইকেট। সেরা বোলিং ফিগার ১৩ রানের বিনিময়ে ৩ উইকেট।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) মোসাদ্দেকের ভালো পারফর্মই আরো তাকে বিবেচনায় আনতে সাহায্য করেছে। আবাহনীর হয়ে ১২ ইনিংসে ১ শতক ও ৪ অর্ধশতকে করেছেন ৪২৮ রান। বল হাতেও ৮ ইনিংসে শিকার করেছেন ৭টি উইকেট।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক),
,
, সৌম্য সরকার,
,
(উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন,
, মুস্তাফিজুর রহমান,
রাহী ও মোসাদ্দেক হোসেন সৈকত।