লিটন 'স্পেশাল' ক্রিকেটার, আগেই বুঝতে পেরেছিলেন রোডস

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-01-18T19:49:48+06:00
আপডেট হয়েছে - 2022-01-18T19:50:22+06:00
পঞ্চপাণ্ডব ও মুমিনুল হকের পর বাংলাদেশের কোন ক্রিকেটারের ব্যাটিং নিয়ে সর্বত্র মাতামাতি হয়েছে- এমন প্রশ্ন করলে অনেকটা দ্বিধাহীনভাবেই উঠে আসবে লিটন দাসের নাম। অফ ফর্মের কারণে মাঝেমধ্যে সমালোচনার স্বীকার হতে হলেও লিটন যেন বাংলাদেশ দলের তুরুপের তাস।
[caption id="attachment_178103" align="aligncenter" width="692"]

বিপিএলে এবার কুমিল্লার হয়ে খেলবেন লিটন, যে দলের পরামর্শক রোডস। ফাইল ছবি[/caption]
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মলিন পারফরম্যান্সের কারণে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। টি-টোয়েন্টি দল থেকে বাদও পড়েন। অথচ টেস্ট ক্রিকেট খেলতে নেমে লিটন সব সমালোচককে ভক্ত বানিয়ে ফেলেছেন যেন। তার ধারাবাহিক পারফরম্যান্স আর দৃষ্টিনন্দন ব্যাটিং শৈলী মুগ্ধ করেছে সবাইকে।
লিটন যে একসময় এত খ্যাতি কুড়াবেন কিংবা এত ভালো করবেন, তা আগেই বুঝতে পেরেছিলেন স্টিভ রোডস। বিশেষ করে ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটনের শতক দেখে টাইগারদের সাবেক কোচ রোডস বুঝতে পারেন, লিটন ভালো মানের ব্যাটার।
রোডস বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'লিটন স্পেশাল খেলোয়াড়, আমি সবসময়ই এটা মনে করি। এখন সে আরও পরিণত। এশিয়া কাপ ফাইনালে শতকের পর আমি বুঝতে পেরেছিলাম সে অনেক ভালো খেলোয়াড়। খুব ভালো একটি দলের বিপক্ষে কঠিন কন্ডিশনে খেলা হচ্ছিল। অসাধারণ এক ইনিংস খেলেছিল।'
ের বিপক্ষে হোম টেস্ট সিরিজের পর সম্প্রতি
ের মত কন্ডিশনে লিটন দেখিয়েছেন সাবলীল ব্যাটিং। রোডস মনে করেন, তার অধীনে থাকাকালে লিটন যেমন ছিলেন এখন তারচেয়েও বেশি পরিণত হয়েছেন।
রোডস বলেন,
'এখন ফর্মের দিক থেকে আরও ধারাবাহিক হয়েছে। সে আরও উঁচুতে উঠতে পারবে। সে উন্নতি করছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে সে ভালো মানের একজন ক্রিকেটার।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।