২৯ মে দেরাদুন যাচ্ছে বাংলাদেশ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-05-20T13:15:06+06:00
আপডেট হয়েছে - 2018-05-20T14:23:01+06:00
ের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার জন্য আগামী ২৯ মে (মঙ্গলবার) দেরাদুন যাচ্ছে

রোববার (২০ মে) আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশের পূর্ণাঙ্গ সফরসূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরসূচি অনুযায়ী, ৩০ ও ৩১ মে দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল। ১ জুন স্থানীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। এর পরদিন আবারও একই ভেন্যুতে অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে। তিনটি টি-২০ ম্যাচের মাঝখানে যে দুইদিন বিরতি রয়েছে, অনুশীলন সেশন হবে সেই দুইদিনও। সিরিজ শেষে ৮ জুন দেশের উদ্দেশে দেরাদুন ত্যাগ করবেন সাকিব-তামিমরা।
এদিকে ২৭ মে শেষ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আসরের ফাইনালে খেলার বেশ ভালো সম্ভাবনাই আছে প্লে অফ নিশ্চিত করা
ের দল সানরাইজার্স হায়দরাবাদের। আফগানিস্তান সিরিজের আয়োজকও যেহেতু এই ভারত, তাই সাকিব আইপিএল শেষ করে আর দেশে ফিরবেন না। ভারত থেকে যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।
উল্লেখ্য, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার বহুল আলোচিত এই দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ, যার ফরম্যাট টি-২০। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৩, ৫ ও ৭ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
একনজরে আফগানিস্তান
সিরিজের
বাংলাদেশ
স্কোয়াড
:
সাকিব আল হাসান (অধিনায়ক),
, সৌম্য সরকার,
,
, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি এবং
রাহি।
তিন
ম্যাচ
টি
-
টোয়েন্টি
সিরিজের
সময়সূচি
-
তারিখ
ম্যাচ
সময়
৩ জুন ২০১৮ প্রথম টি-টোয়েন্টি ৮.৩০ মিনিট
৫ জুন ২০১৮ দ্বিতীয় টি-টোয়েন্টি ৮.৩০ মিনিট
৭ জুন ২০১৮ তৃতীয় টি-টোয়েন্টি ৮.৩০ মিনিট