আইপিএলে খেলতে হলে অজিদের সামনে তিন শর্ত

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-11-16T19:38:00+06:00
আপডেট হয়েছে - 2018-11-16T19:38:00+06:00
আগামী মার্চে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ১২তম আসর। আসরের নিলামে ডাক পেয়েছেন বেশ কয়েকজন অস্ট্রেলীয় ক্রিকেটার।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগগুলোতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের চাহিদা হয় আকাশচুম্বী। এবারও যে তাদের দলে নিতে কাড়াকাড়ি হবে, এ নিয়ে সন্দেহ নেই। নিলামের আগেই অনেকগুলো দল গত আসরে খেলা অনেক অজি ক্রিকেটারকে দলে ধরে রেখেছে।
তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরে অংশ নিতে হলে তিনটি শর্ত পালন করতে হবে অস্ট্রেলীয় ক্রিকেটারদের। তাদের এই শর্ত বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
শর্ত তিনটি আগামী বিশ্বকাপকে সামনে রেখেই দেওয়া হয়েছে। আইপিএলের পরপরই অনুষ্ঠিত হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর। আইপিএলে ব্যস্ত থাকলে ক্রিকেটাররা বিশ্বকাপে পুরো প্রস্তুতি নিয়ে যেতে পারবেন কি না সেই প্রশ্ন উঠছেই। আর তাই সিএ জুড়ে দিয়েছে তিনটি শর্ত, যা পালন করলে আইপিএলে খেলার সবুজ সংকেত পাবেন দেশটির ক্রিকেটাররা।
প্রথম শর্ত হল- সিএ এর ছাড়পত্র বা অনাপত্তিপত্র ছাড়া কোনো ক্রিকেটারই আইপিএলে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত নন এমন ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডে খেলতে হবে। শেফিল্ড শিল্ড শেষ হবে এপ্রিলে। সেটি সম্পন্ন করার পর ক্রিকেটাররা আইপিএলে যোগ দিতে পারবেন।
দ্বিতীয় শর্ত হল-
ের বিপক্ষে ওয়ানডে সিরিজ সম্পন্ন করতে হবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। এই সিরিজের সূচি এখনও চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে, আইপিএলের শুরুর দিকেই থাকবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। ডাক পাওয়া ক্রিকেটাররা কোনোরূপ ‘আবদার’ ছাড়াই খেলতে হবে সেই সিরিজে, তবেই মিলবে আইপিএলের টিকেট!
তৃতীয় শর্ত হল- বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের অবশ্যই শামিল হতে হবে। ক্যাম্পের জন্য সিএ কর্তৃক ডাক পেলে যেকোনো সময় দেশে তথা ক্যাম্পে ফিরতে বাধ্য থাকতে হবে ক্রিকেটারদের। তা না হলে আইপিএলে খেলার ছাড়পত্রই পাবেন না!
আরও পড়ুন: হচ্ছে না আরব আমিরাতের টি-২০এক্স