আইপিএল ফাইনাল : পরিসংখ্যানে এগিয়ে কলকাতা, হায়দরাবাদের প্রতিশোধের সুযোগ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-05-26T14:14:30+06:00
আপডেট হয়েছে - 2024-05-26T14:14:30+06:00
দেখতে দেখতে দুয়ারে চলেই এলো আইপিএল ফাইনাল। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও একবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের হাই ভোল্টেজ ম্যাচের আগে জল্পনা-কল্পনা তুঙ্গে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের কারণে দলগুলোর কাছে এখন আর উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামার নিশ্চয়তা নেই। ফাইনালের এই মহারণে কলকাতা বা হায়দরাবাদের একাদশ তাই কেমন হতে পারে, তা নিয়ে সব দিকে আলোচনা।
এখন পর্যন্ত কলকাতা ও হায়দরাবাদ একে অন্যের মুখোমুখি হয়েছে ২৭ বার। তার মধ্যে ১৮ বারই জিতেছে কলকাতা, হায়দরাবাদ বাকি ৯ বার। এমনকি এবারের আইপিএলেও প্রতিটি দেখায় জয়ের হাসি হেসেছে কেকেআর। পরিসংখ্যান বিচারে কলকাতা তাই কিছুটা হলেও এগিয়ে থাকবে।
এই ম্যাচটা একইসাথে আইপিএলের ইতিহাসের দুই শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটারের লড়াই, যেখানে পৌনে পঁচিশ কোটি রুপির মিচেল স্টার্ক সাড়ে ২০ কোটি রুপির প্যাট কামিন্সের নেতৃত্বে খেলতে নামা দলের প্রতিদ্বন্দ্বী। এছাড়া আসর জুড়ে ব্যাট হাতে তাণ্ডব চালানো দুই দল এমন এক ভেন্যুতে ফাইনাল খেলতে নামছে, যেখানে ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেন না। চেন্নাইয়ের মাঠে তাই আকর্ষণীয় এক ফাইনালই অপেক্ষা করছে সমর্থকদের জন্য।
এই ম্যাচে দুই দলের একাদশই নির্ভর করছে আগে ব্যাটিং-বোলিং করার উপর। কলকাতা যদি আগে ব্যাট করে, তাহলে রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারাইন, শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কাটেশ আইয়ার, রিঙ্কু সিংয়ের সাথে আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, নিতিশ রানা, স্টার্ক, বৈভব অরোরা ও হার্শিত রানাকে দেখা যেতে পারে একাদশে। পরে ব্যাট করলে গুরবাজ, নারাইন, দুই আইয়ার, রিঙ্কু, নারাইন, রমনদীপ, স্টার্ক, অরোরা ও রানার সাথে জায়গা পেতে পারেন বরুণ চক্রবর্তী।
হায়দরাবাদ যদি আগে ব্যাট করে তাহলে ট্রাভিস হেড ও অভিষেক শর্মার সাথে রাহুল ত্রিপাথি, অ্যাইডেন মারক্রাম, হেইনরিখ ক্লাসেন, নিতিশ কুমার রেড্ডি, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট ও ভুবনেশ্বর কুমারকে একাদশে দেখা যেতে পারে। এছাড়া পরে ব্যাট করলে একাদশে জায়গা পেতে পারেন থাঙ্গারাসু নটরাজন, সেক্ষেত্রে প্রথম একাদশে নাও দেখা যেতে পারে অ্যাইডেন মারক্রামকে। একাদশ সাজানো হতে পারে ৩ বিদেশি দিয়ে।
বাংলাদেশ সময় রাত ৮টায় চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে আইপিএলের ১৭তম আসরের ফাইনাল ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।