আগ্রাসন ফিরে এসেছে কোহলির ব্যাটিংয়ে : মাঞ্জরেকার
কিছুদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে চেনা ছন্দে দেখা গেছে বিরাট কোহলিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগে কোহলিকে এমন রূপেই হয়ত দেখতে চাইতেন সমর্থকেরা। সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারও বেজায় খুশি কোহলি ফর্মে ফেরায়।

আগ্রাসন ফিরে এসেছে কোহলির ব্যাটিংয়ে : মাঞ্জরেকার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-09-27T22:16:23+06:00
আপডেট হয়েছে - 2022-09-27T22:16:23+06:00
খেলার সারসংক্ষেপ
কিছুদিন আগে শেষ হওয়া এশিয়া কাপে চেনা ছন্দে দেখা গেছে বিরাট কোহলিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগে কোহলিকে এমন রূপেই হয়ত দেখতে চাইতেন সমর্থকেরা। সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারও বেজায় খুশি কোহলি ফর্মে ফেরায়।
বিরাট কোহলি। ছবিঃ গেটি ইমেজস
এশিয়া কাপটা ভারতের জন্য খুব বেশি ভালো না কাটলেও কোহলির জন্য ছিল দারুণ। প্রায় তিন বছর ধরে সেঞ্চুরি না পাওয়া কোহলি এশিয়া কাপে পেয়েছেন সেই বহু আরাধ্য সেঞ্চুরির দেখা। এছাড়া টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৫ ম্যাচে ৯২ গড়ে ২৭৬ রান করেন তিনি, ১টি সেঞ্চুরির পাশাপাশি আছে ২ ফিফটিও। স্ট্রাইক রেটটাও ছিল দারুণ, ১৪৭.৫৯!
কোহলির এমন আগুনে রূপের অপেক্ষাতেই ছিলেন মাঞ্জরেকার। তার মতে, এখন আগ্রাসী ব্যাটিংয়ে বিশ্বাস করতে শুরু করেছেন কোহলি। সম্প্রতি স্পোর্টস ১৮ এর অনুষ্ঠান ‘স্পোর্টস ওভার দা টপ’ শো তে মাঞ্জরেকার বলেন, ‘এশিয়া কাপ থেকে সে (কোহলি) প্রতি ম্যাচে রান পেয়েছে, শুধু রান নয়, (পারফরম্যান্সে) কিছু উন্নতিও দেখা গেছে। আমার মনে হয়, তার পাওয়ার গেম ফিরে এসেছে। সে তার আগ্রাসী ব্যাটিংয়ে বিশ্বাস করতে শুরু করেছে।’
এতদিন কোহলির ব্যাটিংয়ে আগ্রাসনের অভাব টের পাচ্ছিলেন মাঞ্জরেকার, ‘মাঝে একটা সময় সে রান পাচ্ছিল ঠিকই, তবে তার ব্যাটে সেই আগ্রাসনের দেখা মিলছিল না। এখন আবার তা আসতে শুরু করেছে।’
রান না পাওয়ার সময়টায় কোহলির আত্মবিশ্বাসের অভাব ছিল উল্লেখ করে মাঞ্জরেকার আরও বলেন, ‘সে এমন একজন যে খুবই আত্মবিশ্বাসী এবং নিজেকে সেরা হওয়ার পথে এগিয়ে নেয়। কিন্তু অনেকদিন ধরে তার ব্যাটে রান ছিল না এবং তার আত্মবিশ্বাসও ছিল নড়বড়ে।’
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কোহলির এমন আগ্রাসী রূপই দেখতে চান মাঞ্জরেকার, ‘এশিয়া কাপে ধীরস্থিরভাবে তার ব্যাটিংয়ে কিছু জিনিস, যেমন পুল শট ঠিকঠাক লাগতে শুরু করে। ছক্কাগুলো স্রেফ সীমানা পেরিয়েই যাচ্ছে না, বেশিরভাগই পড়ছে গ্যালারিতে, যেমনটা আইপিএলে দেখা যেত। হারিয়ে যাওয়া জিনিসগুলো ফিরতে শুরু করেছে। এখন মূল আসরে (বিশ্বকাপ) এই পারফরম্যান্স করতে হবে।’
বিরাট কোহলি। ছবিঃ গেটি ইমেজস
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার ১২তে খেলবে ভারত। গ্রুপ ‘২’ এ তাদের সঙ্গী বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং প্রথম পর্ব পেরিয়ে আসা দুইটি দল। আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। এর আগে ১৭ এবং ১৯ অক্টোবর যথাক্রমে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।