আঙুলের চোট মুশফিকের, কয়দিন থাকছেন মাঠের বাইরে?

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-07T11:28:00+06:00
আপডেট হয়েছে - 2024-11-07T11:31:05+06:00
ক্যারিয়ারের সিংহভাগ ম্যাচে তিনি ব্যাট করেছেন ৪ নম্বরে। সেই মুশফিকুর রহিম আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করেন ৭ নম্বরে নেমে। দলের মলিন ব্যাটিং এবং আরও এক মেনে না নেওয়ার মতো পরাজয়ের পর অনেকে কাঠগড়ায় তোলেন মুশফিকের ব্যাটিং অর্ডার পরিবর্তন। তবে এর পেছনে মূলত ছিল আঙুলের ইঞ্জুরি।
সেই ইঞ্জুরির কারণেই মুশফিকের খেলা হচ্ছে না দ্বিতীয় ওয়ানডেতে। তার জায়গায় দেখা যেতে পারে জাকের আলী অনিককে। মুশফিক চোট বাঁধান আফগানদের ইনিংস চলাকালে। ইনিংসের শেষদিকে কিপিং করার সময় বাঁ হাতে আঙুলে চোট লাগে। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাট করতে নামেন ৭ নম্বরে।
মেডিকেল রিপোর্ট বলছে, মুশফিককে আপাতত বিশ্রামেই থাকতে হবে। আঙুলের হাড়ে ফাটল ধরেছে বলে অনুমান করা হচ্ছে, আরও নিশ্চিত হতে করতে হবে আরও কয়েকটি পরীক্ষা। ৯ নভেম্বরের ম্যাচে মুশফিকের মাঠে নামা হচ্ছে না তা নিশ্চিত, শঙ্কায় আছে ১১ নভেম্বরের তৃতীয় ও শেষ ওয়ানডেও।
সূত্র জানিয়েছে, যদি মুশফিকের আঙুলে ফাটল ধরে থাকে তাহলে এই সিরিজ থেকে তো ছিটকে পড়বেনই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলাও অনিশ্চিত হয়ে পড়বে।
২০১৫ সালের পর মুশফিক এবারই প্রথম ছয়ের পর ব্যাট করেছেন। ৭ নম্বরে এ নিয়ে ১১ বার ব্যাট করেছেন ওয়ানডেতে। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ১১৮ বার ব্যাট করেছেন ৪ নম্বরে। ৫ নম্বরে ২৯ বার ও ৬ নম্বরে ৭২ বার ব্যাট করেছেন মিডল অর্ডারের এই অভিজ্ঞ সেনানী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।