
আবারও জাতীয় দলের বাইরে লামিচানে
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-02-26T21:52:50+06:00
আপডেট হয়েছে - 2023-02-26T21:52:50+06:00
আন্তর্জাতিক ক্যারিয়ারটা যেন সুতোয় ঝুলছে নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানের। এক কিশোরীকে নিগ্রহের জেরে কিছুদিন আগেই জেল খাটতে হয়েছিল লামিচানেকে। পরে জামিন পেয়ে বের হয়ে আসলেও অনেক বিধিনিষেধ মেনে চলতে হচ্ছে তাকে।
সন্দীপ লামিচানে। ছবিঃ গেটি ইমেজস
জামিনের পর আরও একবার নেপালের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন লামিচানে। ঘরের মাঠে স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিপক্ষে ৪ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন লামিচানে। তার এমন দুর্দান্ত বোলিং নৈপুণ্যেই ম্যাচগুলো জিতেছে নেপাল। এই ম্যাচগুলো ক্রিকেট বিশ্বকাপ লিগ ত্রিদেশীয় সিরিজের অন্তর্গত ছিল। কিছুদিন বাদেই দুবাইয়ে আরও একবার সেই লিগের ম্যাচই খেলতে যাচ্ছে নেপাল। তবে সেই সফরের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি লামিচানেকে। জামিনে থাকা অবস্থায় দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে লামিচানের।
শেষমুহূর্তে অবশ্য অনেক চেষ্টা করা হয়েছিল লামিচানেকে অন্তর্ভূক্ত করার। তবে তাতে কোনো লাভ হয়নি, রাজি করানো যায়নি আদালতকে। যার ফলে লামিচানেকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছেন নেপাল। দুবাইয়ে পাপুয়া নিউগিনি এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে নেপাল।
গত বছরই এক কিশোরীকে নিগ্রহের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করা হয়। এরপর তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল। পরে কিছুদিন জেল খাটার পরে জামিনে বের হয়ে আসেন লামিচানে। আর তাতে তার নিষেধাজ্ঞাও তুলে নেয় নেপালের ক্রিকেট বোর্ড। পরে আবারও নেপালের হয়ে মাঠে নামেন লামিচানে। দলকে জেতান বেশ কয়েকটি ম্যাচ। তবে দেশ ছাড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকায় দুবাইয়ে দলের সাথে যেতে পারছেন না তিনি।
ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এর লিগ পর্বের পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে ষষ্ঠ স্থানে অবস্থান করছে নেপাল। ৫৫ উইকেট নিয়ে টুর্নামেন্টে নেপালের হয়ে সর্বোচ্চ উইকেতশিকারী লামিচানে, আর সব মিলিয়ে তার অবস্থান তৃতীয়।
একনজরে নেপালের স্কোয়াড: রোহিত পাউদেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আরি, গায়ানেন্দ্র মালা, আসিফ শেখ (উইকেটরক্ষক), সোমপাল কামি, কারান কেসি, কুশাল ভুরতেল, ললিত রাজবানশি, ভিম শারকি, সানদীপ জোরা, কুশল মায়া, সায়াম ধাকাল, গুলশান ঝা, আরিফ শেখ, প্রাতিস জিসি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।