‘আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ’
আত্মবিশ্বাসে টগবগ করছেন তানজিম সাকিব।

‘আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ’
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-17T16:17:28+06:00
আপডেট হয়েছে - 2024-06-17T16:17:28+06:00
৭ রানে ৪ উইকেট, দুনিয়ার যেকোনো উইকেটে যেকোনো ফরম্যাটেই দুর্দান্ত বোলিং ফিগার। বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচে তানজিম হাসান সাকিবের বোলিং ফিগারটা এরকমই ছিল। দারুণ বোলিংয়ে দলকে জিতিয়ে সুপার এইটে তুলেছেন তানজিম, হয়েছেন ম্যাচসেরাও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
তানজিম হাসান সাকিব।
তানজিমের বোলিংয়ের পাশাপাশি আগ্রাসী মানসিকতা, আত্মবিশ্বাসও দারুণ নজর কেড়েছে। ম্যাচের পর মিক্সড জোনে গণমাধ্যমের সাথে আলাপকালেও তানজিমের চোখে-মুখে ফুটে উঠেছে সেসবের ছাপ।
তানজিম বলেন, ‘অবশ্যই আমি নিজেকে এভাবে (বিশ্বের সেরাদের মত) প্রস্তুত করছি। আমি আমার নিজের উপর বিশ্বাস রাখি, দলের উপর অনেক বিশ্বাস রাখি। আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ।’
ম্যাচের ব্যাপারে তানজিম বলেন, ‘আমরা কখনও আশা হারাইনি। কারণ আমরা জানি শেষ দিকে মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান) ভাই আছে। আমরা সবাই উনার উপর ভরসা রাখি, উনি এটা দেখিয়েছেনও। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট। ১৯তম ওভারে উইকেট মেইডেন। আমাদের বিশ্বাস ছিল আমরা শেষ পর্যন্ত খেললে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারব।’
সুপার এইটে ব্যাটারদের ফর্ম এবং প্রতিপক্ষ প্রসঙ্গে তানজিম বলেছেন, ‘আমাদের ব্যাটাররা খুব আত্মবিশ্বাসী। আমরা আশা করি সুপার এইটে আমরা ভালো করব ইনশাল্লাহ। আমরা একজন আরেকজনের উপর বিশ্বাস রাখি। আমরা কখনও কারও উপর ডাউট করি না। আমার অগাধ বিশ্বাস আমরা ইনশাল্লাহ সুপার এইটে আরও ভালোভাবে কামব্যাক করব। ক্রিকেট কখনও নাম দিয়ে হয় না। ক্রিকেট ব্যাটে বলের খেলা। আমরা অইদিকেই ফোকাস করব। দিনশেষে দেখা যাবে কে জিতে কে হারে। আমরা আমাদের এক্সিকিউশনে মনোযোগ দিব, ভালো করতেসি কিনা এটা আমাদের মেইন ফোকাস থাকবে।’
নিজের ভেতরে বাড়তি আত্মবিশ্বাস কাজ করে কিনা এমন প্রশ্নের জবাবে তানজিম বলেন, ‘আসলে প্রত্যেকটা প্লেয়ারের হারের আগে হেরে না যাওয়ার বিষয়টা থাকা গুরুত্বপূর্ণ। আমি কখনওই চিন্তা করব না যে আমি হেরে গেছি। আমি হেরে গেলে সেখান থেকে শেখার আছে, ভালো করলে সেখানে আমি ভালো করছি। খারাপ দিন যেতে পারে আমার ফোকাস থাকে আমি এখান থেকে কী শিখতে পারি। এ কারণে হয়ত আপনি কথার মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পান।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।