আমির ও সরফরাজদের জন্য জাতীয় দলের দরজা খোলা জানালেন ইনজামাম
ইনজুরিতে পড়া নাসিম শাহর পরিবর্তে পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন হাসান আলী। দীর্ঘ এক দেড় বছর পর ওয়ানডে দলে ফিরলেন এই পেসার।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-22T19:14:37+06:00
আপডেট হয়েছে - 2023-09-22T19:14:37+06:00
মোহাম্মদ আমিরকে কেনো বিশ্বকাপ দলে নেওয়া হয়নি সেটির কারণ ব্যাখ্যা না করলেও জাতীয় দলে ফিরতে হলে কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেটি জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক ইনজামাম উল হক।
বিশ্বকাপ-দলে-জায়গা-হয়নি-আমির-ও-সরফরাজের
আমিরকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়ার জোর গুঞ্জন এবং দাবি ছিল পাকিস্তানের ক্রিকেট সমর্থকের একাংশের। কিন্তু শেষ পর্যন্ত সেটি গুঞ্জন পর্যন্তই থেকে গেল। নাসিমের পরিবর্তে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে হাসানকে।
তবে কি আমিরের জন্য জাতীয় দলের দরজা একবারেই বন্ধ হয়ে গেল? প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক জানালেন, এখনও দরজা খোলা রয়েছে তাঁর জন্য। তবে আগে অবসর ভেঙে পারফর্ম করতে হবে ঘরোয়া ক্রিকেটে।
“আমির দারুণ ক্রিকেটার। সে অবসর নিয়ে ফেলেছে। সে যদি পাকিস্তানের হয়ে খেলতে চায় তাহলে তাঁকে প্রথমে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে হবে এবং পারফর্ম করতে হবে সেখানে। সে যদি পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই বিবেচনায় থাকবে। দলের ঢুকার দরজা কারও জন্য বন্ধ হয়নি।”
আমিরের পাশাপাশি বিশ্বকাপ দলে জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদের। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলের সঙ্গে যাবেন মোহাম্মদ হারিস। যদিও হারিস আছেন রিজার্ভ দলে।
“সরফরাজ, শান মাসুদ ও ইমাদ ওয়াসিমের জন্যও একই বিষয় প্রযোজ্য। তাদের জন্যও জাতীয় দলের দরজা সবসময় উন্মুক্ত থাকবে।”
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন আমির। সে সময় মূলত পিসিবি প্রধান রমিজ রাজার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েই বিদায় জানান তিনি। সঙ্গে এই-ও বলেন, রমিজ রাজা পিসিবি প্রধানের চেয়ার থেকে সরলে তবেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।