'আমি কী এমন ভুল করলাম', প্রশ্ন পৃথ্বীর

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-29T00:23:56+06:00
আপডেট হয়েছে - 2024-11-29T00:23:56+06:00
একসময় তাকে ডাকা হতো ‘পরবর্তী শচীন’। রবি শাস্ত্রী কোচ থাকাকালে বলেছিলেন, পৃথ্বী শো এর মধ্যে আছে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ ও ব্রায়ান লারার ছায়া। ১৮ বছর বয়সে ভারতকে টেস্ট জেতানো এই ক্রিকেটার হুট করে হারিয়ে গেলেন। এমনভাবে হারালেন যে, আইপিএল নিলামেও তাকে কিনল না ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ।
এরপর থেকে পৃথ্বীকে নিয়ে যখন সবখানে আলোচনা, তখন তিনি নিজেই মুখ খুললেন। জাতীয় দল থেকে বাদ পড়ার পর থেকেই তাকে নিয়ে হয় রাজ্যের সমালোচনা। সেই সমালোচনা এখন রূপ নিয়েছে এক প্রকার উপহাসে। পৃথ্বী এসব দেখে কষ্ট পান, আর ভাবেন তিনি কী এমন করলেন যে তার সাথে এমন হচ্ছে।
ভারতীয় ক্রিকেটার বলেন, ‘সমালোচকরা আমার ফলোয়িং তালিকায় নেই। কিন্তু তারপরও আমাকে নিয়ে ঠাট্টা করে। তার মানে ওরা আমার দিকে নজর রাখছে, আমি কী করছি সেই খবর রাখছে।’
পৃথ্বীর জীবনাচরণ থেকে শুরু করে সব কিছুই এখন সোশ্যাল মিডিয়ায় নিন্দুকদের বিনোদনের খোরাক। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমাকে নিয়ে মশকরা করলে বা মিম বানালে আমিও দেখি। কিছু কিছু বিষয় খুব নিম্নরুচির হয়। আমারও তো কষ্ট হয়। ভাবি- আমি কী ভুল করেছি? কেন আমাকে নিয়ে এত মশকরা হচ্ছে?’
পৃথ্বীর অবনমনের পেছনে অনেকেই দেখছেন তার চেষ্টার অভাব, তারকাখ্যাতি গায়ে মাখা, গ্লেমারে অভ্যস্ত হয়ে পড়া- এসব বিষয়। তবে ২৫ বছর বয়সী ব্যাটার জানান, ‘কিন্তু আমি কাউকে বলতে পারি না। রাস্তায় কেউ আমাকে দেখলেই ভাবে আমি অনুশীলন না করে এখানে কী করছি। তারা জানেই না আমি সারা দিনে কী করি। নিজেরা সব কিছু ভেবে নেয়।’
সম্প্রতি তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়, হয় অনেক সমালোচনাও। এ নিয়েও মুখ খুলেছেন পৃথ্বী, ‘আমার জন্মদিন ছিল। তাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলাম। তাতেও সকলের সমস্যা। আমি শুধু ভাবি, কী এমন ভুল আমি করলাম।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।