ঈদে মাঠে নামছেন নবী-সিরাজ

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-04-11T09:28:09+06:00
আপডেট হয়েছে - 2024-04-11T09:31:36+06:00
পেশাগত কারণে অনেক সময়েই নিজ দেশে ঈদ কাটানো হয় না ক্রিকেটারদের। কখনো কখনো এ উৎসবের দিনেও ব্যস্ত থাকতে হয় মাঠে।২০১৯ সালে ঈদুল ফিতরের সময় চলছিল ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের ঈদ কাটাতে হয়েছিল ইংল্যান্ডে।
এবারের ঈদুল ফিতরে ইসলাম ধর্মের অনুসারী ক্রিকেটারদের মধ্যে মাঠে দেখা যাবে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও ভারতের পেসার মোহাম্মদ সিরাজকে। দুজনকে দেখা যাবে আইপিএলে।
ভারতের কেরালা এবং জম্মু ও কাশ্মীরে ঈদ পালিত হয় বুধবার। অন্যান্য রাজ্যে ঈদ উদযাপিত হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে রাত আটটায় মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে আছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। এ আইপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচেই একাদশে ছিলেন তিনি। সেই ম্যাচে বল হাতে ২ ওভারে রান দেন ১৭, সুযোগ পাননি ব্যাট হাতে নামার। তার দল মুম্বাই ইন্ডিয়ান্স চার ম্যাচে জিতেছে মাত্র একটিতে।
মুম্বাই ইন্ডিয়ান্সের চেয়েও নাজুক অবস্থায় রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পাঁচ ম্যাচ খেলে একটিতে জিতেছে তারা। এ ডানহাতি পেসার মাঠে নেমেছেন সব ম্যাচেই। পাঁচ ম্যাচে শিকার করেছেন চার উইকেট।
পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে আট নম্বরে। তাদের পরেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।