এশিয়া কাপ দেখেননি কামিন্স, নিশ্চিত নন কারা জিতেছে শিরোপা!
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক ও তিন ফরম্যাটের গুরুত্বপূর্ণ পেসার প্যাট কামিন্সের কথা শুনলে গোটা এশিয়া কাপকে খুব গুরুত্বহীন মনে হবে। যে টুর্নামেন্টের ম্যাচগুলো জমে ক্ষীর হয়ে গিয়েছিল, তর্কযুদ্ধ বাঁধিয়েছিল সমর্থক থেকে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে, সেই টুর্নামেন্ট নিয়ে নাকি কামিন্স ভালো করে কিছুই জানেন না।

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-09-19T01:48:42+06:00
আপডেট হয়েছে - 2022-09-19T01:48:42+06:00
আগস্টের শেষ আর সেপ্টেম্বরের শুরুর সময়টা বেশ ভালো কেটেছে ক্রিকেটপ্রেমিদের। এশিয়া কাপের জমজমাট সব ম্যাচ বুঁদ রেখেছিল ক্রিকেটে। অনেকে মনে করেন, এশিয়া কাপের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর আসর ছিল এবার। যে টুর্নামেন্ট নিয়ে এশিয়ায় এত মাতামাতি হয়েছে, এশিয়ার বাইরে সেই টুর্নামেন্টের উত্তাপের আঁচ লেগেছিল তো?
অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক ও তিন ফরম্যাটের গুরুত্বপূর্ণ পেসার প্যাট কামিন্সের কথা শুনলে গোটা এশিয়া কাপকে খুব গুরুত্বহীন মনে হবে। যে টুর্নামেন্টের ম্যাচগুলো জমে ক্ষীর হয়ে গিয়েছিল, তর্কযুদ্ধ বাঁধিয়েছিল সমর্থক থেকে ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে, সেই টুর্নামেন্ট নিয়ে নাকি কামিন্স ভালো করে কিছুই জানেন না।
এমনকি কামিন্স নিশ্চিত নন, কারা জিতেছে এশিয়া কাপ। শ্রীলঙ্কার নাম উচ্চারণ করলেও দ্বিধা থাকল তার কণ্ঠে!
তিনি বলেন, 'সত্যি বলতে আমি টুর্নামেন্টটা দেখিনি। আমার মনে হয় শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে। তবে আমি বিরাট কোহলির খেলা দেখেছি।'
খেলা তেমন না দেখলেও এশিয়া কাপেই যে বিরাট কোহলি শতকের খরা কাটিয়েছেন, তা কামিন্সের অজানা নয়। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে তাই কোহলিকেই সবচেয়ে বড় হুমকি মনে করছেন তিনি।
কামিন্স বলেন, 'সম্ভবত ও সেঞ্চুরি করেছে। ও ক্লাস প্লেয়ার। যেকোনো সময়ে ও ফর্মে ফেরার কথা ছিল। এই সপ্তাহে ও চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়ার জন্য।'
ভারতে খেলার আগে অজিদের ভাবাচ্ছে সেখানকার উইকেট। আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও উপমহাদেশের উইকেট বড় পরীক্ষা নিতে পারে, এ নিয়ে তটস্থ কামিন্স।
এই গতিতারকার ভাষায়, 'আমার মনে হয় অস্ট্রেলিয়ার তুলনায় ভারতের ম্যাচে গতির তারতম্য থাকে। ভারতে সাধারণত বাউন্ডারি ছোট হয়। আমার মনে হয় ভারতের পরিবেশে দ্রুত মানিয়ে নিতে হবে। কিছু সময় উইকেট মন্থর হয়, সেক্ষেত্রে বোলারদের জন্য কাটার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। দলের সবাই ভারতে প্রচুর খেলেছে। তারা ভারতের পরিবেশ বোঝে। টি-টোয়েন্টি ফরম্যাটে কিছু জিনিস কাজ করে, কিছু করে না। দ্রুত মুভ করতে হয়।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।