কন্ডিশন বুঝতে মারক্রামকে সাহায্য করেছে আইপিএলের অভিজ্ঞতা
আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন মারক্রাম।

কন্ডিশন বুঝতে মারক্রামকে সাহায্য করেছে আইপিএলের অভিজ্ঞতা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-24T17:26:25+06:00
আপডেট হয়েছে - 2024-10-24T17:26:25+06:00
বিশ্বের তারকা ক্রিকেটারদের বেশিরভাগই খেলে থাকেন আইপিএলে। দক্ষিণ আফ্রিকার দলের অনেকেও খেলেন আইপিএলে। উপমহাদেশের কন্ডিশন বুঝতে আইপিএলের অভিজ্ঞতাই কাজে লাগাচ্ছেন প্রোটিয়া ক্রিকেটাররা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
এইডেন মারক্রাম। মিরপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ
আফ্রিকা। ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলে টাইগারদের গুঁড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। ম্যাচ
শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম জানিয়েছেন, আইপিএলে খেলার অভিজ্ঞতা
বাংলাদেশের কন্ডিশন বুঝতে সাহায্য করেছে তাকে।
সংবাদ সম্মেলনে মারক্রাম বলেন, ‘(আইপিএলের অভিজ্ঞতা কন্ডিশন বুঝতে সাহায্য করেছে কিনা) অবশ্যই হ্যাঁ। আমার মনে হয় কন্ডিশনে আপনাকে দীর্ঘ সময় থাকতে হবে শেখার জন্য। আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট ২ মাসের বেশি। ৩ বছর ধরে খেলা হচ্ছে সেখানে। ৬ মাস এমন কন্ডিশনে ব্যাট করাটাই আমাকে আরও ভালো করে তুলেছে। দক্ষিণ আফ্রিকায় স্পিন ভালো খেলার চেষ্টা করলেও কন্ডিশন সেটা করতে দেয় না। ফলে এমন কন্ডিশনে এলেই ভালোভাবে শিখতে পারবে। আইপিএল অনেক সাহায্য করেছে এখানে।’
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে চার দিনে শেষ হয়ে যাওয়া ম্যাচে ৭ উইকেটে
জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এইডেন মারক্রামের দল।
সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৯ অক্টোবর, চট্টগ্রামের জহুর আহমেদ
চৌধুরী স্টেডিয়ামে। এই ম্যাচেও জিতলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করবে প্রোটিয়ারা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।