করুনারত্নের জোড়া ফিফটির পরেও শ্রীলঙ্কাকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়
লঙ্কানদেরকে ইনিংস পরাজয় থেকে বাঁচানোর দায়িত্ব এখন ব্যাটারদের কাঁধে।

করুনারত্নের জোড়া ফিফটির পরেও শ্রীলঙ্কাকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-03-19T18:23:14+06:00
আপডেট হয়েছে - 2023-03-19T18:23:14+06:00
ওয়েলিংটন টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে একদমই ভালো অবস্থানে নেই শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বোলারদের বোলিং তোপে ফলোঅনে পড়া লঙ্কানদের সামনে এখন ইনিংস পরাজয়ের শঙ্কা। তবুও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লড়ে যাচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটাররা।
ওয়েলিংটন টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে নিউজিল্যান্ড। ছবিঃ গেটি ইমেজস
২ উইকেটে ২৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ক্রিজে টিকে থাকা দিমুথ করুনারত্নে ব্যাট চালাচ্ছিলেন বেশ সাবলীলভাবে। তবে অন্য প্রান্তে ব্যাটাররা ছিলেন বেশ বেকায়দায়। ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সাতসকালেই হারিয়ে ফেলে প্রবাথ জয়সুরিয়া এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের ২টি উইকেট।
এরপর দীনেশ চান্দিমাল নেমে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। পঞ্চম উইকেটে করুনারত্নের সাথে ৮০ রানের লড়াকু একটি জুটি গড়েন তিনি। তবে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন চান্দিমাল। ৯২ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলের ১১৪ রানের মাথায় বিদায় নেন চান্দিমাল।
পরে বাকি ব্যাটাররাও হতাশ করেছেন। একমাত্র ব্যতিক্রম করুনারত্নে এক প্রান্ত আগলে খেলে হাঁকিয়েছেন ফিফটি। ফিফটির পরেও ইনিংস বেশ বড় করেছেন তিনি, ছিলেন সেঞ্চুরির পথেই। তবে অল্পের জন্য ছুঁতে পারেননি তিন অঙ্কের ম্যাজিক ফিগারটা। ১৮৮ বলে ৮৯ রানের লড়াকু এক ইনিংস খেলে দলের ১৬৪ রানের মাথায় আউট হন করুনারত্নে। পরের ওভারেই অলআউট হয় শ্রীলঙ্কা। এছাড়া শেষ দিকে ৩১ বলে ১৯ রানের ইনিংস খেলেন নিশান মাদুশাঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
করুণারত্নের জোড়া ফিফটির পরেও চাপে আছে শ্রীলঙ্কা। ছবিঃ গেটি ইমেজস
নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন ম্যাট হেনরি এবং মাইকেল ব্রেসওয়েল। এছাড়া ১টি করে উইকেট নেন ডগ ব্রেসওয়েল, টিম সাউদি এবং ব্লেয়ার টিকনার।
পরে ফলোঅনে পড়ায় শ্রীলঙ্কাকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে অবশ্য ভালোই উন্নতি করেছে লঙ্কানরা। ওপেনার ওশাদা ফার্নান্দো ৫ রান করে আউট হয়ে গেলেও ধারাবাহিকতা বজায় রেখেছেন আগের ইনিংসে ফিফটি করা করুনারত্নে। দ্বিতীয় ইনিংসেও বেশ সাবলীল ছিলেন করুনারত্নে। ঝুঁকি নিয়েছেন বুঝেশুনে, খেলেছেন কার্যকরী সব শট। তুলে নিয়েছেন আরও একটি ফিফটি। তবে এবার ফিফটি হাঁকানো ইনিংসটাকে আর বড় করতে পারেননি তিনি। দলের ৯৭ রানের মাথায় ৮৩ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান লঙ্কান অধিনায়ক।
তিনে নামা কুশল মেন্ডিসও ঝলক দেখিয়েছেন শেষ বিকেলে, ব্যাট হাতে সফল ছিলেন তিনিও। ১০০ বলে ৫০ রানের ইনিংস খেলে এখনও ক্রিজে টিকে আছেন কুশল। অন্য প্রান্তে টিকে আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৪০ বলে তিনি করেছেন ১ রান। তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ১১৩ রান তুলতে পেরেছে লঙ্কানরা। এখনও নিউজিল্যান্ডের চেয়ে ৩০৩ রানে পিছিয়ে আছে লঙ্কানরা। ইনিংস পরাজয়কে পাশ কাটাতে হলে এই রান যোগ করতেই হবে শ্রীলঙ্কার ব্যাটারদেরকে। সামনে তাই বেশ বড়সড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে লঙ্কান ব্যাটারদের জন্য।
দাপট দেখাচ্ছেন কিউই বোলাররা। ছবিঃ গেটি ইমেজস
কিউইদের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন টিম সাউদি এবং ডগ ব্রেসওয়েল।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছিল নিউজিল্যান্ড। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কিউইরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।