
কামরানকে অভিনন্দনবার্তা দিলেন বাবর আজম
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-17T00:30:36+06:00
আপডেট হয়েছে - 2024-10-17T00:30:36+06:00
বেশ বড় মনের পরিচয় দিলেন বাবর আজম। নিজে দল থেকে বাদ পড়লেও তার বদলে সুযোগ পাওয়া কামরান গুলামকে শুভেচ্ছা-অভিনন্দন জানাতে ভুলে যাননি বাবর। অভিষেক টেস্টেই দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কামরান। দুর্দান্ত এমন ইনিংস খেলার পর বাবরের কাছ থেকেই বাহবা পেলেন কামরান গুলাম। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকিয়েছেন কামরান গুলাম। ছবি : গেটি ইমেজস বাবর আজমকে নিয়ে পাকিস্তানের ক্রিকেটে লম্বা সময় ধরেই
চলছে তর্ক, বিতর্ক, আলোচনা, সমালোচনা সম্ভাব্য সবকিছু। কিছুদিন আগেই সাদা বলের অধিনায়কের পদ থেকে সরে
দাঁড়িয়েছেন বাবর। টেস্টে সর্বশেষ ১৮ ইনিংসে ৫০ রানও ছুঁতে পারেননি তিনি। এমন ভয়াবহ
রকমের বাজে ফর্মের কারণে ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টের স্কোয়াড থেকে তাকে
ছেঁটে ফেলেছে পাকিস্তান।
চলমান মুলতান টেস্টে বাবরের বদলে একাদশে সুযোগ পেয়েছেন কামরান গুলাম। এর আগে পাকিস্তান ‘এ’ দলের হয়ে ভালো খেলেছিলেন তিনি। মুলতানে হয়ে গেল কামরানের টেস্ট অভিষেক। আর সুযোগটা পেয়েই তার সদ্ব্যবহার করলেন কামরান। ইংল্যান্ডের তারকাসমৃদ্ধ বোলিং লাইনআপের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে হাঁকিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি। বাবর পরে আবার টেস্ট দলে ফিরতে পারবেন কিনা তাই এখন বড় প্রশ্ন।
তবে দলে না থাকলেও কামরানকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বাবর। সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে কামরানের ছবি দিয়ে সেখানে বাবর আজম লিখেছেন, ‘খুব ভালো খেলেছ কামরান।’
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম
ম্যাচে হেরেছে পাকিস্তান। সিরিজে পিছিয়ে আছে ১-০ ব্যবধানে। চলতি মুলতান টেস্টে
প্রথম দুই দিন বেশ ভালো লড়াই হয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।