কেপটাউন টেস্টের অদ্ভুতুড়ে দিনে যত রেকর্ড
একগাদা রেকর্ড হয়েছে কেপটাউন টেস্টের প্রথম দিনে।

কেপটাউন টেস্টের অদ্ভুতুড়ে দিনে যত রেকর্ড
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-03T23:17:35+06:00
আপডেট হয়েছে - 2024-01-03T23:17:35+06:00
South Africa vs India
Newlands

South Africa
55/10 (23.2) 176/10 (36.5)

India
153/10 (34.5) 80/3 (12)
India won by 7 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Mohammed Siraj (India) |
কেপটাউনে কী একটা দিন দেখল টেস্ট ক্রিকেট। এক দিনে উইকেট পড়েছে ২৩টি, যার সবগুলোই নিয়েছেন পেসাররা। অনুমান করতেই পারছেন, রেকর্ডও হয়েছে ভুরি ভুরি।
মাত্র ৫৫ রানে প্রোটিয়াদের গুঁড়িয়ে দেন ভারতীয় বোলাররা। ছবি : গেটি ইমেজস
কেপটাউন টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুঁটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ভারত করতে পারে ১৫৩ রান, লিড ৯৮ রানের। ১৫৩ রানের মাথাতেই শেষ ৬ উইকেট হারিয়েছে ভারত। শেষ বিকেলে আবারও ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে তুলেছে ৬২ রান। এখন ভারতের চেয়ে ৩৬ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
কেপটাউন টেস্ট এক দিনে পড়েছে ২৩ উইকেট। টেস্ট ম্যাচের যেকোনো দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ডে এটি আছে ৬ষ্ঠ স্থানে। শুধু প্রথম দিন বিবেচনা করলে এর অবস্থান দ্বিতীয়। শুধু পেসাররা মিলে সব উইকেট নিয়েছেন যেকোনো দিনে এমন হিসাব করলেও এটি আছে দ্বিতীয় স্থানে। প্রথম দিনে শুধু পেসাররা সব উইকেট শিকার করেছেন এমন হিসাবে সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ডে প্রথমেই আছে কেপটাউন টেস্ট।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেও হয়েছে একগাদা রেকর্ড। মাত্র ১৫ রান দিয়ে ভারতের ৬ উইকেট শিকার করেছেন পেসার মোহাম্মদ সিরাজ। ভারতের হয়ে সবচেয়ে কম রানে পাঁচ বা ততোধিক উইকেট পাওয়ার রেকর্ডে চতুর্থ স্থানে রয়েছে সিরাজের বোলিং। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি ভারতের তৃতীয় সেরা বোলিং।
প্রোটিয়া পেসাররাও কম যাননি, তুলেছেন টপাটপ উইকেট। ছবি : গেটি ইমেজস
ভারতের বিপক্ষে ৫৫ রানই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন ইনিংস। সব মিলিয়ে এটি প্রোটিয়াদের অষ্টম সর্বনিম্ন ইনিংস। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের সর্বনিম্ন রানের রেকর্ডও এটিই।
আজকের ইনিংসসহ টেস্টে ৫৫ বা তার কম রানে অলআউটের রেকর্ড আছে ৩৬ বার। তবে সবচেয়ে বেশি ৭ বার এই ঘটনা ঘটেছে কেপটাউনে।
ভারতের ইনিংসে ১৫৩ রানের মাথাতেই উইকেট পড়েছে ৬টি। ব্যাটিং লাইনআপের ৬ ব্যাটার আউট হয়েছেন ডাক মেরে। কোনো টেস্ট ইনিংসে সর্বোচ্চ ডাকের রেকর্ডে যৌথভাবে শীর্ষে আছে ভারতের ৬ ডাক। যেকোনো দলের জন্য এটি অষ্টম ৬ ডাকের ঘটনা আর ভারতের বেলায় দ্বিতীয়। এর আগে ২০১৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের ৬ ব্যাটার আউট হয়েছিলেন ডাক মেরে।
আপাতত যা অবস্থা তাতে দ্বিতীয় দিনেই কেপটাউন টেস্ট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাতে রেকর্ডের তালিকাটা আরও একটু বড় হবে বলেই মনে হচ্ছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।