██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

কেপটাউন টেস্টের বিদঘুটে রেকর্ডনামা

দ্বিতীয় দিনেই শেষ হয়েছে টেস্ট ম্যাচ, হয়েছে একগাদা রেকর্ড। পুরো ম্যাচে এক বলও করেননি স্পিনাররা।

কেপটাউন টেস্টের বিদঘুটে রেকর্ডনামা

কেপটাউন টেস্টের বিদঘুটে রেকর্ডনামা

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-01-04T19:54:43+06:00

আপডেট হয়েছে - 2024-01-04T19:59:07+06:00

কী একটা টেস্ট ম্যাচের দেখাই না মিলল কেপটাউনে। খেলা শেষ হয়েছে দেড় দিনের মাথাতেই। ভুতুড়ে আর অবিশ্বাস্য সব ঘটনায় ঠাসা ক্রিকেট ম্যাচটায় শেষমেশ ৭ উইকেটের জয় পেয়েছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজটা শেষ হয়েছে ১-১ সমতায়।

কেপটাউন টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ডিন এলগার। ছবি : গেটি ইমেজস

কেপটাউন টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুঁটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ভারত করতে পারে ১৫৩ রান, লিড ৯৮ রানের। ১৫৩ রানের মাথাতেই শেষ ৬ উইকেট হারিয়েছে ভারত। শেষ বিকেলে আবারও ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে তুলেছিল ৬২ রান। পরে দ্বিতীয় দিনে ১৭৬ রানের মাথায় থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারত দ্বিতীয় সেশনের মধ্যেই জিতে নেয় ম্যাচ। সব মিলিয়ে দেড় দিনের মধ্যেই টেস্ট ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল।

এমন ভুতুড়ে টেস্ট ম্যাচে স্বাভাবিকভাবেই রেকর্ড হয়েছে একগাদা। কেপটাউন টেস্ট শেষ হয়েছে ৬৪২ বলে। ফল এসেছে এমন ম্যাচ বিবেচনায় নিলে বলের হিসাবে ইতিহাসের সবচেয়ে কম দৈর্ঘ্যের টেস্ট ম্যাচ এটিই। এর আগে ১৯৩২ সালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ শেষ হয়েছিল ৬৫৬ বলে। কেপটাউন টেস্ট শেষ হয়েছে ৪ সেশনের পরই, এর চেয়ে কম সেশনে খেলা শেষ হওয়ার ইতিহাসও আর নেই টেস্ট ক্রিকেটে।

 

২ দিনের মধ্যে সবচেয়ে বেশি ৯মবারের মত টেস্ট ম্যাচ হারল দক্ষিণ আফ্রিকা। ২ দিনে টেস্ট হারার স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। তবে বাংলাদেশও এখনও পায়নি এই তিক্ত স্বাদ।

 



২ দিনের মধ্যে টেস্ট জেতার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, ৯টি করে টেস্ট ম্যাচ ২ দিনের মধ্যে জিতেছে তারা। এখনও পর্যন্ত ২৫টি টেস্ট ম্যাচ শেষ হয়েছে ২ দিনের মধ্যে।

 

টেস্টে চার ইনিংস মিলিয়ে রান হয়েছে ৪৬৪। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে কম রানের টেস্ট ম্যাচের রেকর্ড এটি।

 

দ্বিতীয় দিনে অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। দলের ১৭৬ রানের মধ্যে ১০৬ রানই করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেছেন ডিন এলগার। এখানে একটি রেকর্ড গড়েছেন মারক্রাম।

 দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মারক্রাম। ছবি : গেটি ইমেজস

দল অলআউট হয়ে গেছে, ১১ ব্যাটারের ১০ জনই ১৩ রানও ছুঁতে পারেননি, এমন টেস্ট ইনিংসে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল গর্ডন হোয়াইটের ৭৩ রান। মারক্রামের মত হোয়াইটও দক্ষিণ আফ্রিকারই। ১৯০৬ সালের সেই ম্যাচও আয়োজিত হয়েছিল কেপটাউনের নিউল্যান্ডসেই।

 

কেপটাউন টেস্টের প্রথম দিনে পড়েছিল ২৩ উইকেট। টেস্ট ম্যাচের যেকোনো দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ডে এটি আছে ৬ষ্ঠ স্থানে। শুধু প্রথম দিন বিবেচনা করলে এর অবস্থান দ্বিতীয়। শুধু পেসাররা মিলে সব উইকেট নিয়েছেন যেকোনো দিনে এমন হিসাব করলেও এটি আছে দ্বিতীয় স্থানে। প্রথম দিনে শুধু পেসাররা সব উইকেট শিকার করেছেন এমন হিসাবে সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ডে প্রথমেই আছে কেপটাউন টেস্ট।  

 

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে গুঁটিয়ে যায় ৫৫ রানে। এখানেও হয়েছে একগাদা রেকর্ড। মাত্র ১৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। ভারতের হয়ে সবচেয়ে কম রানে পাঁচ বা ততোধিক উইকেট পাওয়ার রেকর্ডে চতুর্থ স্থানে রয়েছে সিরাজের বোলিং। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি ভারতের তৃতীয় সেরা বোলিং।

 

ভারতের বিপক্ষে ৫৫ রানই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন ইনিংস। সব মিলিয়ে এটি প্রোটিয়াদের অষ্টম সর্বনিম্ন ইনিংস। ভারতের বিপক্ষে টেস্টে যেকোনো দলের সর্বনিম্ন রানের রেকর্ডও এটিই।

কেপটাউনে ছড়ি ঘুরিয়েছেন পেসাররা। ছবি : গেটি ইমেজস

টেস্টে ৫৫ বা তার কম রানে অলআউটের রেকর্ড আছে মোট ৩৬ বার। তবে সবচেয়ে বেশি ৭ বার এই ঘটনা ঘটেছে কেপটাউনে।

 

ভারতের ইনিংসে ১৫৩ রানের মাথাতেই উইকেট পড়েছে ৬টি। ব্যাটিং লাইনআপের ৬ ব্যাটার আউট হয়েছেন ডাক মেরে। কোনো টেস্ট ইনিংসে সর্বোচ্চ ডাকের রেকর্ডে যৌথভাবে শীর্ষে আছে ভারতের ৬ ডাক। যেকোনো দলের জন্য এটি অষ্টম ৬ ডাকের ঘটনা আর ভারতের বেলায় দ্বিতীয়। এর আগে ২০১৪ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের ৬ ব্যাটার আউট হয়েছিলেন ডাক মেরে।


পুরো ম্যাচে ৫০ ছাঁড়ানো ইনিংস আছে একটিই, মারক্রামের অনবদ্য ১০৬। ম্যাচে সব মিলিয়ে উইকেট পড়েছে ৩৩টি, যার সবগুলোই নিয়েছেন পেসাররা। পুরো ম্যাচে এক বলও করেননি স্পিনাররা।  

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 

 



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.