চট্টগ্রামের সমস্যা ধরতে পারলেও সমাধান করতে পারছেন না তুষার
ডেথ বোলিংয়ের সমস্যার সমাধান করতে পারছেন না তুষার।

চট্টগ্রামের সমস্যা ধরতে পারলেও সমাধান করতে পারছেন না তুষার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-02-17T01:17:16+06:00
আপডেট হয়েছে - 2024-02-17T01:17:16+06:00
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেছে আরও একটি হাইস্কোরিং ম্যাচ। দাপুটে ক্রিকেট খেলে ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৮ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে রংপুরের প্লে-অফ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
তুষার ইমরান।
আগে ব্যাট করতে নামা রংপুর দাঁড় করায় ১৮৭ রানের বিশাল সংগ্রহ। তবে শুরুটা খুব বেশি ভালোভাবে করতে পারেনি তারা। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে রান তুলেছিল মোটে ৬৭। পরের ১০ ওভারে চট্টগ্রামের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে ১২০ রান তোলে রংপুর। ম্যাচের পর চট্টগ্রামের কোচ তুষার ইমরানও স্বীকার করে নিয়েছেন ডেথ বোলিংয়ে নিজেদের দুর্বলতার কথা।
সংবাদ সম্মেলনে তুষার বলেন, ‘দেখুন প্রথম ১০ ওভারের মধ্যে কিন্তু আমরা ভালো অবস্থানে থাকি। ডেথে গিয়ে আমরা একটু খরুচে হয়ে যাচ্ছি। আমার মনে হয় যে, সময় এতটা কম যে বোলারদের নিয়ে কাজ করাও খুব সম্ভব না। আজকে একটা খেলা গেল কালকে আরেকটা খেলা এরপর ২ দিন ব্রেক দিয়ে আরেকটা ম্যাচ। স্পেসিফিক জায়গা নিয়ে যদি কাজ করতে চান তাহলে একটু সময় তো দিতেই হবে আরকি। আমার কাছে মনে হয় সমস্যাটা এখানেই আমরা ডেথ ওভারে গিয়ে পারছি না। একটু যদি সময় পাইতাম আমার মনে হয় উন্নতি করা যেত।’
ম্যাচ হারলেও অত বেশি চিন্তিত নন চট্টগ্রামের কোচ, ‘কাদের সাথে হেরেছি সেটা দেখা উচিত আসলে। চ্যাম্পিয়ন টিম রানারআপ টিম এবারের বিপিএলে কিন্তু টিম হচ্ছে রংপুর রাইডার্স আর কুমিল্লা তারপর বরিশাল। আমরা বরিশালের সাথে দুই ম্যাচ জিতেছি এবং এখানে দুইটা ম্যাচ করে হেরেছি আরকি রংপুরের কাছেও হারলাম। কুমিল্লার কাছেও হারলাম। আজকে আমার কাছে মনে হয় একটু বেশি রান হয়ে গেছে আসলে ১৮৯ রান অনেক। যদি ১৭০-১৭৫ রানের মধ্যে আটকাতে পারতাম তাহলে সম্ভব ছিল। আমরা শুরুটা ভালো করতে পারিনি। যদি শুরুটা ভালো করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় আশা থাকত।’
১০ ম্যাচের মধ্যে ৫ জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের ৫ন স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।