তানজিম আমাদের আউটপ্লেড করে দিয়েছে : রোহিত
তানজিমের সাথে কী নিয়ে কথা হয়েছিল তা খোলাসা করেছেন রোহিত।

তানজিম আমাদের আউটপ্লেড করে দিয়েছে : রোহিত
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-17T16:40:21+06:00
আপডেট হয়েছে - 2024-06-17T16:40:21+06:00
নেপালের টপ অর্ডারকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন তানজিম
হাসান সাকিব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইটের টিকিট
কেটেছে বাংলাদেশ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
তানজিম হাসান সাকিব।
আগে ব্যাট করে বাংলাদেশ দাঁড় করায় ১০৬ রানের পুঁজি। জবাবে নতুন বলে তানজিমের পেসে উড়ে গেছে নেপাল। ৪ ওভারের স্পেলে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচ শেষে নেপালের অধিনায়ক রোহিত পাউদেলও প্রশংসা করেছেন তানজিমের।
ম্যাচে তানজিদের সাথে কিছুটা লড়াইও লেগে গিয়েছিল রোহিত। সবকিছু নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘আমি মনে করি তানজিম দারুণ বোলিং করেছে। সে আমাদের আউটপ্লেড করে দিয়েছে নতুন বলে। দারুণ বল করেছে। উইকেট অনেক চ্যালেঞ্জিং ছিল। সে সঠিক জায়গায় বল করেছে। আসলে আমাদের মাঝে তেমন কিছু হয়নি। সে আমাকে বলেছিল “মারো”, আর আমি বলেছি গিয়ে “বল করো”।
রোহিত আরও বলেন, ‘যখন আপনি পাওয়ারপ্লের মধ্যে ৪-৫ উইকেট হারিয়ে ফেলবেন তখন আসলে লোয়ার মিডল অর্ডার অনেক চাপে পড়ে যাবে। এখানে আমাদের আরও ভালো করার সুযোগ ছিল বিশেষ করে পাওয়ারপ্লেতে।’
পাওয়ারপ্লেতে নেপালের এমন ভরাডুবির কারণও সেই তানজিমও। দারুণ বোলিংয়ে একের পর এক উইকেট তুলে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন তিনি। দলকে জিতিয়ে জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারটাও।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।