তামিমের সেঞ্চুরি, কালামের ফিফটি; বাংলাদেশের লড়াকু পুঁজি

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-29T14:55:16+06:00
আপডেট হয়েছে - 2024-11-29T14:55:33+06:00
Bangladesh Under-19s vs Afghanistan Under-19s
Dubai International Cricket Stadium

Bangladesh Under-19s
228/9 (50)

Afghanistan Under-19s
183/10 (47.5)
Bangladesh Under-19s won by 45 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Azizul Hakim Tamim (Bangladesh) |
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ২২৮ রানের লড়াকু পুঁজি জড়ো করেছে টাইগাররা। অধিনায়ক আজিজুল হাকিম তামিম হাঁকিয়েছেন সেঞ্চুরি।
দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জাওয়াদ আবরারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি ও অধিনায়ক তামিম। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ১৪২ রানের জুটি।
১১০ বলে ৬৬ রান করে কালাম বিদায় নিলে আবারো বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তামিম এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে কেউ থিতু হতে পারেননি। ১৩৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ১০৩ রান করে তামিম সাজঘরে ফেরেন ৭ম ব্যাটার হিসেবে।
শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান দাঁড়ায় বাংলাদেশের যুবাদের সংগ্রহ। আফগানিস্তানের পক্ষে আব্দুল আজিজ, নুরিস্তানি ওমরজাই ও খাতির স্টানিকজাই দুটি করে এবং এএম গাজানফার ও নাসির খান মারুফখিল একটি করে উইকেট শিকার করেন।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।