দয়া করে ইমপ্যাক্ট প্লেয়ার প্রত্যাহার করুন : সিরাজ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-04-22T11:31:43+06:00
আপডেট হয়েছে - 2024-04-22T11:31:43+06:00
রোহিত শর্মার পর এবার ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের এবারের আসরে ব্যাটার ও বোলারদের মধ্যে পার্থক্য বেশ স্পষ্ট। সময় যত যাচ্ছে বোলারদের অসহায়ত্ব বাড়ছে, ব্যাটিংই হয়ে উঠছে ম্যাচের নিয়ামক। তাতে কাঠগড়ায় ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের আওতায় একজন বাড়তি ক্রিকেটার ব্যবহার করা যায় একাদশের বাইরে। দলগুলো সেক্ষেত্রে বাড়তি ব্যাটার ব্যবহারের দিকেই ঝুঁকছে। ফলাফল তো স্পষ্ট, আইপিএলের সপ্তদশ আসর যেন রানের বন্যা।
এবার সিরাজ বললেন, 'দয়া করে এই ইমপ্যাক্ট প্লেয়ার জিনিসটা প্রত্যাহার করুন। উইকেটগুলো ফ্ল্যাট হয়ে গেছে, বোলারদের এখানে আর কিছুই করার নেই। আগে ব্যবহারের সাথে সাথে উইকেট স্লো হতো। তবে এখন ব্যাটাররা যেভাবে খুশি সেভাবে খেলতে পারছে।'
এর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। তিনি মূলত চটেছেন পারত টাইম বোলারদের ব্যবহার না করার কারণে।
রোহিত বলেন, ‘ইমপ্যাক্ট সাব নিয়মটা আমার পছন্দ নয়। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। দিন শেষে ক্রিকেটে ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের কাছে বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দররা বল করছে না, যেটা আমাদের জন্য ভালো নয়। সত্যি বলতে আমি এর ভক্ত নই। এটা শুধু বিনোদন।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।