নাসিমের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকার
কিছুদিন আগে শেষ হওয়া এশিয়া কাপ দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে এসেছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। পাকিস্তানকে ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন ১৯ বছর বয়সী এই পেসার।

নাসিমের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম-ওয়াকার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-09-21T16:46:41+06:00
আপডেট হয়েছে - 2022-09-21T16:46:41+06:00
খেলার সারসংক্ষেপ
কিছুদিন আগে শেষ হওয়া এশিয়া কাপ দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে এসেছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। পাকিস্তানকে ফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন ১৯ বছর বয়সী এই পেসার।
নাসিম শাহ। ছবিঃ গেটি ইমেজস
শুধু পাকিস্তান নয়, বিশ্বের ইতিহাসেরই অন্যতম সেরা পেস জুটি ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস। সেই জুটিও প্রশংসা করেছেন নাসিমের। ওয়াকার তো অস্ট্রেলিয়ার সাবেক পেসার ডেনিস লিলির সাথেও মিল খুঁজে পাচ্ছেন নাসিমের।
ওয়াকার জানান, ‘পাকিস্তানের পেস বোলিং ইউনিটের দিকে খেয়াল করলে দেখবেন কয়েকজন আছে যারা শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মত যোগ্য। শুরুর দিকে নাসিম আমাদের ভাবনাতে ছিল না। সে সুযোগ পেয়েছিল কারণ (মোহাম্মদ) আমির এবং ওয়াহাব (রিয়াজ) অস্ট্রেলিয়া সফরের আগমুহূর্তে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিল। আমাদের আর কোনো উপায় ছিল না। আমি তখন ভেবেছিলাম কয়েকজন তরুণকে সুযোগ দেওয়া যেতে পারে।’
ওয়াকার আরও জানান, ‘তার রানআপ একদম ঠিকঠাক, সাইড-অনও দারুণ। তার বলে গতি আছে। তার অ্যাকশনটা অনেকটা ডেনিস লিলির মত।’
ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। ছবিঃ গেটি ইমেজস
আরেক কিংবদন্তী পেসার ওয়াসিম আকরামও দারুণ উচ্ছ্বসিত নাসিমকে ঘিরে। ওয়াসিম জানান, ‘তার ফলো-থ্রুটা আমার কাছে দারুণ লাগে। যেভাবে সে নিচু হয়ে, সকল চাপ তার সামনের পায়ে দিয়ে ফেলে। দারুণ স্বচ্ছ একটি বোলিং অ্যাকশন, যা খুবই গুরুত্বপূর্ণ। তার সামনের বাহুটি অনেক উঁচুতে থাকে, যার ফলে সে আউটসুইংও পায়।’
ওয়াসিম আরও জানান, ‘এবারের এশিয়া কাপে সে নতুন বলে দারুণ কিছু ইনসুইঙ্গার করেছে। দুবাইয়ের পিচও তাকে সাহায্য করেছে। এই বিষয়গুলো তাকে আত্মবিশ্বাস দেবে একজন বোলার হিসেবে এবং অবশ্যই একজন অলরাউন্ডার হিসেবেও।’
বর্তমানে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম ম্যাচ হেরে ১-০তে পিছিয়ে আছে তারা। আগামীকাল (২২ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।