নাসিরের বোলিং নৈপুণ্য, আটলান্টার টানা দ্বিতীয় জয়
প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচেও ভালো করেছেন নাসির হোসেন। তার দলও পেয়েছে জয়।

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-05-26T17:51:25+06:00
আপডেট হয়েছে - 2023-05-26T17:51:25+06:00
যুক্তরাষ্ট্রের ইউনিটি কাপে আটলান্টা ফায়ারের টানা দ্বিতীয় জয়ে বড় ভূমিকা রেখেছেন নাসির হোসেন। নাসির-জাস্টিনদের বোলিং নৈপুণ্যে মাত্র ১০৫ রানেই গুটিয়ে যায় সোকা ব্লু জেইস। জবাবে ৬২ বল হাতে রেখেই রেখেই আট উইকেটের বড় জয় পেয়েছে নাসিরদের দল আটলান্টা।
নাসির হোসেন
টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় আটলান্টা। আটলান্টার পক্ষে তৃতীয় বোলার হিসেবে বোলিং করতে আসেন নাসির হোসেন। শিকার করেন দুই মিডল অর্ডার ব্যাটারকে। নাসিরের বলে ক্যাচ আউট হন রাজা হারমান (৫ বলে ৪ রান) ও অনিরুদ্ধ ইমানুয়েল (১০ বলে ১০ রান)। নাসিরের পাশাপাশি আটলান্টার অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করেন।
নাসির চার ওভারে খরচ করেন ১৬ রান। ডট বল করেন ১১টি। শিকার করেই দুইটি উইকেট। এছাড়া জাস্টিন ডিল ১৩ রানে দুই উইকেট, অমিলা অপানসু ১৬ রানে দুই উইকেট এবং কর্ন ড্রাই ১৫ রানে দুই উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে জাইন সাইদ ৬ বলে ২ রান ও লাহিরু মিলান্থা ৭ বলে ৩ রান করে বিদায় নেন। তবে আর উইকেট হারাতে হয়নি আটলান্টাকে। যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের অ্যারন জোন্সের মাত্র ২৭ বলে ৬২ রানের টর্নেডো ইনিংস ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার সামি আসলামের ১৯ বলে ৩৪ রানের ইনিংসের সুবাদে মাত্র ৯.৪ ওভারেই আট উইকেটের বড় জয় পায় আটলান্টা। ম্যাচসেরা হয়েছেন জোন্স।
উল্লেখ্য, এর আগেও ম্যাচেও জয় পেয়েছিল নাসিরের দল। আটলান্টার ৪০ রানের সেই জয়ে নাসিরের অবদান ছিল ব্যাট হাতে ৬ বলে ১১ রান ও বল হাতে দুই ওভারে ৬ রান খরচ করে একটি উইকেট।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।