নাহিদুলের ঘূর্ণির পর শহিদুলের ক্যামিওতে চট্টগ্রামের পুঁজি '১২১'
চট্টগ্রামের ইনিংসকে ধসিয়ে দিয়েছেন নাহিদুল।

নাহিদুলের ঘূর্ণির পর শহিদুলের ক্যামিওতে চট্টগ্রামের পুঁজি '১২১'
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-20T20:09:59+06:00
আপডেট হয়েছে - 2024-01-20T20:09:59+06:00
Chattogram Challengers vs Khulna Tigers
Shere Bangla National Stadium, Mirpur

Chattogram Challengers
121/10 (19.5)

Khulna Tigers
122/6 (18.2)
Khulna Tigers won by 4 wickets
ম্যান অব দ্য ম্যাচ | Nahidul Islam (Bangladesh) |
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ঘূর্ণি জাদু দেখালেন খুলনা টাইগার্সের নাহিদুল ইসলাম। তার স্পিনের কাছে ধরাশায়ী হয়ে ১২১ রানের মাথায় থেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংস। দারুণ বোলিংয়ে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাহিদুল। শেষের দিকে ৩১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের রান ১০০ পার করিয়েছেন চট্টগ্রামের শহিদুল ইসলাম। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বল হাতে দারুণ সফল ছিলেন নাহিদুল।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। তবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি চট্টগ্রাম। দলের ৯ রানের মাথায় আউট হন ওপেনার আভিশকা ফার্নান্দো। ৯ বলে ৮ রানের ইনিংস খেলেন তিনি। পরের বলেই সাজঘরে ফিরেছেন ইমরানউজ্জামান, আউট হয়েছেন গোল্ডেন ডাকে।
টিকে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম শুরুতে কিছুটা ঝলক দেখালেও লম্বা করতে পারেননি ইনিংস। ১৩ বলে ১৯ রান করে আউট হয়েছেন তিনি। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২ রান তোলে চট্টগ্রাম। এরপর আউট হন শাহাদাত হোসেন দিপুও। ১০ বলে ৬ রান করেন তিনি। মাঝে নাজিবউল্লাহ জাদরান কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছেন। তবে বাকিরা তেমন একটা সঙ্গ দিতে পারেননি। ধুঁকতে ধুকতে ২২ বলে ২৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি।
চট্টগ্রামের ব্যাটারদের নাচিয়ে ছেড়েছেন খুলনার বোলাররা। ছবি : বিডিক্রিকটাইম
শেষ দিকে ধীরে ধীরে এগিয়েছে চট্টগ্রামের ইনিংস। লেজের দিকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শহিদুল ইসলাম। দারুণ সব শটে শেষ দিকে দলের বোর্ডে গুরুত্বপূর্ণ কিছু রান যোগ করেন শহিদুল। মূলত তার ইনিংসে চড়েই ১০০ রান পার করে চট্টগ্রাম। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৩১ বলে ৪০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন শহিদুল। ১৯.৫ ওভার শেষে ১২১ রানের মাথায় অলআউট হয় চট্টগ্রাম।
খুলনার হয়ে ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাহিদুল। এছাড়া ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। ২ উইকেট নিয়েছেন ওশান থমাস। ১টি উইকেট তোলেন নাসুম আহমেদ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।