নেপাল : নতুন দল, নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ
প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে নেপাল।

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2023-08-29T08:44:41+06:00
আপডেট হয়েছে - 2023-08-29T08:44:41+06:00
প্রথমবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণ করবে নেপাল। ২০২৩ সালের এপ্রিল ও মে মাসে নেপালে অনুষ্ঠিত এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ টুর্নামেন্টের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে উত্তীর্ণ হয় নেপাল। নতুন দল হিসেবে ভালো কিছু করার চেষ্টা থাকবে তাদের।
নেপাল
গ্রুপিং
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের সাথে 'এ' গ্রুপে অবস্থান করছে নেপাল। ছয়দলের এশিয়া কাপে বাকি তিন দল রয়েছে ' বি ' গ্রুপে। ৩০ আগস্ট উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে নেপাল আয়োজক দেশ পাকিস্তানের বিপক্ষে। এরপর ৪ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে নেপাল। এর আগে ভারত কিংবা পাকিস্তান কারোর সাথেই খেলেনি নেপাল।
শক্তিমত্তা
এশিয়া কাপের নতুন দলটির এখন পর্যন্ত পাকিস্তান বা শ্রীলঙ্কার মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা বিবেচনায়ও দলটি যথেষ্ট অনভিজ্ঞ। ছোট দলের বড় তারকার মতো নেপাল দলে আছেন লেগ স্পিনার সন্দীপ লামিচানে যার আছে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা। এছাড়া ব্যাটিংয়ে আসিফ শেখ, কুশাল ভুরতেল, অলরাউন্ডার দিপেন্দ্র সিং আইরির দিকে তাকিয়ে থাকবে দলটি।
রোহিত কুমার পাওড়েলকে অধিনায়ক করে নেপালের ঘোষিত স্কোয়াডে লেগস্পিনার সন্দ্বীপ লামিচানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন অভিজ্ঞ স্পিনার ললিত নারায়ণ রাজবানশি। আর পেস আক্রমণের দায়িত্বে রয়েছেন সোমপাল কামি ও কারান কেসি। চমক হিসেবে স্কোয়াডে আছেন অভিষেক না হওয়া অফস্পিনার মৌসুম ধকল। এ ছাড়া স্কোয়াডে ফিরেছেন বিশ্বকাপ কোয়ালিফায়ারে না খেলা সুন্দিপ জোরা। তাই নতুন কিছুর প্রত্যাশা নিয়েই এশিয়ার মিশনে নামবে নেপাল।
দুর্বলতা
নেপালের ক্রিকেটারদের মধ্যে লামিচানে বাদে কেউই আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সুপরিচিত নন। ব্যাটিং বিভাগও যথেষ্ট অনভিজ্ঞ। সবমিলিয়ে নতুন দলটির কাছে এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করাই বড় সাফল্য।
নেপাল স্কোয়াড : রোহিত কুমার পাওড়েল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবানশি, ভিম শারকি, কুশল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরি, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রাতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দিপ জোরা, অর্জুন সাউদ ও শায়াম ধাকাল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।