পাকিস্তানের অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন শাদাব
অধিনায়ক বিতর্কে নিজের মতামত জানিয়েছেন অলরাউন্ডার শাদাব খান।

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-03-18T13:26:28+06:00
আপডেট হয়েছে - 2024-03-18T13:26:38+06:00
টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাড়ান বাবর আজম। বাবরের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব পান শাহীন আফ্রিদি। তবে পিএসএলে শাহীনের দল লাহোর কালান্দার্সের বাজে পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তনের। এবার অধিনায়ক নিয়ে কথা বলেছেন শাদাব খান। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই প্রধান কোচের পদশূন্য পাকিস্তান। সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ কিছুদিন কোচের অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করলেও তাকেও সরিয়েছে পিসিবি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত দুই মৌসুমে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু এই মৌসুমে লাহোরের ব্যর্থতায় প্রশ্ন উঠছে অধিনায়কত্ব নিয়ে। তাছাড়া সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শোনা যাচ্ছে শাহীনকে সরিয়ে বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ানকে দেওয়া হতে পারে নেতৃত্ব।
পিএসএলের এলিমিনেটরে জয়েr পর শাদাব খান জানিয়েছেন, পরিবর্তন সঙ্গে সঙ্গেই আসে না, সময় লাগে। সবকিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।
শাদাব বলেন, “যখন আপনি কাউকে নিয়ে আসবেন, সঙ্গে সঙ্গেই বিষয়গুলো বদলে যাবে না, সময় লাগবে। আমরা চাই, সবকিছু দ্রুত বদলে যাবে। কিন্তু এভাবে হয় না, এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। শুরুতে বেশির ভাগ সময়ই ব্যর্থতা আসবে। গুরুত্বপূর্ণ হচ্ছে, এই ব্যর্থতাগুলোকে আমরা কীভাবে নেব।”
পাকিস্তানের হয়ে মাত্র একটি সিরিজেই অধিনায়কত্ব করেছেন শাহীন শাহ আফ্রিদি। সেই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। শাদাবের নেতৃত্ব পরিবর্তনের পক্ষে মত দেননি বরং তিনি নতুন অধিনায়ককে সময় দেওয়ার পক্ষে।
শাদাব বলেন, "এখন দেখুন, শাহীনকে আমরা একটি সিরিজ দিয়েছি এবং আমরা তার নেতৃত্বে পরিবর্তন চাইছি। এটা এ রকম হওয়া উচিত নয়। কারণ, একজনকে তার প্রক্রিয়া আর পদ্ধতিতে অধিনায়কত্ব করার জন্য লম্বা সময় দেওয়া প্রয়োজন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করার সঙ্গে সিরিজও জিততে চাই। এটাই সমস্যার সৃষ্টি করে।’
“একজন অধিনায়কের নিজস্ব ভাবনা আছে। কিন্তু এখন এটা সম্ভব নয়। কারণ, আমরা একটা সিরিজের পরই অধিনায়ক বদলানোর আলোচনা শুরু করি। বিশ্বকাপ আসছে। আমাদের এখন লম্বা সময়ের জন্য খেলোয়াড় খুঁজে বের করতে হবে, যাতে করে আমরা বিশ্বকাপে যাওয়ার আগে সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারি।”
উল্লেখ্য, পিএসএলের ফাইনালে আজ(সোমবার) মুখোমুখি হবে শাদাবের ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।