পিএসএল-এলপিএল খেলতে পারবেন না ইংলিশ ক্রিকেটাররা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-11-29T21:25:57+06:00
আপডেট হয়েছে - 2024-11-29T21:25:57+06:00
একে তো আইপিএলের সাথে সাংঘর্ষিক সূচি, তার ওপর এবার ইংলিশ ক্রিকেটারদের নিষেধ করা হলো পিএসএল খেলতে। এতে আগের চেয়েও বেশি তারকা ক্রিকেটার হারানোর শঙ্কায় পড়ল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটি। শুধু পিএসএলই নয়, ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলতে পারবেন না লঙ্কান লিগেও। আইপিএলে যারা দল পেয়েছেন তারা অবশ্য বিধিনিষেধ মুক্ত। বাকি লিগগুলো নিয়েই যেহেতু নিষেধাজ্ঞা, মঈন আলীরা বিপিএল খেলতে পারবেন তো?
পাকিস্তান সুপার লিগের জন্য পিলে চমকানো খবরটা প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট চলাকালে কোনো ভিনদেশি লিগে অংশ নিতে পারবেন না ইংলিশ ক্রিকেটাররা, তবে আইপিএল এই বিধিনিষেধের আওতামুক্ত। মূলত ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আর তা শুধু দ্য হান্ড্রেড বা ভাইটালিটি ব্লাস্টের ক্ষেত্রেই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটের জন্যও।
ইংলিশ সামারে ব্যস্ত সূচি থাকে ঘরোয়া ক্রিকেটের। তবে সে সময় আইপিএলসহ বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ থাকে। পিএসএল অতীতে ফেব্রুয়ারি-মার্চে হলেও এখন থেকে মাঠে গড়াবে এপ্রিল-মে মাসে। এছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলতে পারবেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা।
ইংলিশ পেসার সাকিব মাহমুদ আরও আগেই ল্যাঙ্কাশায়ারের সাথে শুধু সাদা বলের চুক্তি করায় তিনি অবশ্য পিএসএল খেলতে পারবেন। বাকি ক্রিকেটারদের কারও সামনেই এই সুযোগ নেই। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড বলেন, 'আমরা আমাদের ক্রিকেটের স্বার্থ রক্ষা করতে চাই। ইংল্যান্ড এবং ওয়েলসের ক্রিকেটের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।'
আইপিএল নিয়ে অবশ্য ইসিবি কোনো কড়াকড়ি আরোপ করেনি। যারা আইপিএলে নাম লিখিয়েছেন, তাদের নিজ দেশের ঘরোয়া ক্রিকেট বাদ দিয়ে আইপিএল চালিয়ে যেতে কোনো বাধা নেই।
বিপিএলের ক্ষেত্রে অবশ্য বিধিনিষেধ থাকছে না। ডিসেম্বরে শুরু হয়ে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লেখানো ইংলিশ ক্রিকেটারদের এনওসি দিতে আপত্তি থাকার কথা নয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের। যদিও বিপিএলে নাম লেখানো ইংলিশ ক্রিকেটারের সংখ্যা খুব বেশি নয়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।