‘প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল এই রান ডিফেন্ড করা সম্ভব’
রান ডিফেন্ড করার বিশ্বাস ছিল শান্তদের।

‘প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল এই রান ডিফেন্ড করা সম্ভব’
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-17T11:48:24+06:00
আপডেট হয়েছে - 2024-06-17T11:48:24+06:00
নেপালের বিপক্ষে দারুণ জয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। আরও একটি লো স্কোরিং থ্রিলারে ২১ রানে জিতেছে টাইগাররা। এর ফলে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করে সুপার এইটে চলে গেছে বাংলাদেশ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ম্যাচে আগে ব্যাট করতে নেমে বেকায়দায় ছিল বাংলাদেশ। টপাটপ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় দল। শেষমেশ টেনেটুনে ১০৬ রানের সংগ্রহ তোলে টাইগাররা। জবাব দিতে নেমে নেপাল পড়েছে তানজিম হাসান সাকিবের পেসের সামনে। দারুণ বোলিংয়ে নেপালের টপ অর্ডারকে প্রায় একাই ধসিয়ে দিয়েছেন তিনি। মাঝে একটি ভালো জুটি গড়লেও শেষ দিকে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান মিলে নিশ্চিত করেছেন বাংলাদেশের জয়।
১০৬ রান করলেও তা ডিফেন্ড করার মত আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা যখন প্রথম ১০-১৫ ওভার ব্যাট হয়ে গেছে আমরা বুঝতে পারছিলাম যে উইকেটটা ট্রিকি। তারপর যখন আমরা এই রানটা করেছি প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে এই রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি তাই বলছি না। ব্রেকের সময় যখন একসাথে প্লেয়াররা কথা বলেছি সবার মধ্যে অই বিশ্বাস ছিল যে আমরা এখান থেকে ম্যাচটা জিততে পারি। কাজটা সহজ করে দিয়েছে বোলাররা। তানজিম সাকিব খুবই ভালো শুরু করেছে পাওয়ারপ্লেতে। ৪ ওভারই দারুণ করেছে। মুস্তাফিজের ১৯ নাম্বার ওভার উইকেট মেইডেন। পুরা বোলিং ইউনিট যেভাবে বোলিং করেছে দারুণ ব্যাপার। আমি কৃতিত্ব দিব ফিল্ডারদের। ফিল্ডাররা যেভাবে বেশ কয়েকটা বাউন্ডারি সেইভ করেছে। বিশেষ করে রিশাদ (হোসেন) পয়েন্টে বেশ কয়েকটা ভালো ক্যাচ নিয়েছে, বাউন্ডারি সেইভও দিয়েছে।’
শান্ত আরও বলেন, ‘আসলে নতুন বলে আমরা ভালো করেছি। মাঝে তাদের দুই ব্যাটার ভালো ব্যাট করেছে। আমরা চেয়েছিলাম আরও কিছু উইকেট নিতে। মাঝে তারা রান তুলেছে অনেক। তবে আমাদের বিশ্বাস ছিল আমরা কামব্যাক করতে পারব এবং পরে তাই করে দেখিয়েছি।’
এই ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ হল বাংলাদেশের। এবার অপেক্ষা সুপার এইটে নামার।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।