প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন ওয়াহাব রিয়াজ
ওয়াহাব রিয়াজ স্পোর্টস উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়াবেন কিনা সেই ব্যাপারে এখনও নিশ্চিত নয়।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-11-17T19:11:37+06:00
আপডেট হয়েছে - 2023-11-17T19:11:37+06:00
পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন ওয়াহাব রিয়াজ। আসন্ন অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচক করবেন তিনি। [এখানে কুইজ খেলে জিতে নিন মোবাইল ]
মন্ত্রী-থেকে-প্রধান-নির্বাচকের-ভূমিকায়-ওয়াহাব-রিয়াজ
কদিন আগেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। ক্রিকেটকে বিদায় জানানোর পর মন্ত্রী পদে নিয়োগ পান। এবার তো সরাসরি জাতীয় দলের প্রধান নির্বাচক! হ্যাঁ, তাঁকে পিসিবিতে নিয়োগ দেওয়া হবে সেটি আলোচনার মধ্যেই ছিল।
এবার সেটির আনুষ্ঠানিক ঘোষণা এলো। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তাঁকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগের ব্যাপারটি জানায় পিসিবি। তাঁকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার জন্য পিসিবি প্রধান জাকা আশরাফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওয়াহাব।
“জাতীয় পুরুষ দলের নির্বাচক কমিটির প্রধান হতে পেরে আমি সম্মানিত। আমাকে এই সম্মান দেওয়ার জন্য পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফকে ধন্যবাদ জানাতে চাই। প্রধান নির্বাচকের কাজটা অনেক চ্যালেঞ্জিং। তবে আমি পাকিস্তান ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে ইচ্ছুক।”
ওয়াহাব রিয়াজের প্রথম দায়িত্ব অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচক করা। আগামী ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। যা কিনা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এছাড়াও এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে।
সবমিলিয়ে কঠিন এক চ্যালেঞ্জের সামনে ওয়াহাব। যদিও ইতোমধ্যে বিশ্বকাপ ব্যর্থতার কারণে সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন বাবর আজম। পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়েছে শান মাসুদকে এবং টি-টোয়েন্টির জন্য অধিনায়ক নির্বাচন করা হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।