
ফখর জামানকে পিসিবির শোকজ
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-15T13:33:22+06:00
আপডেট হয়েছে - 2024-10-15T13:33:22+06:00
পাকিস্তানের ওপেনার ফখর জামানকে শোকজ নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি বাবর আজমের স্কোয়াড থেকে বাদ পড়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলার কারণে শোকজ করা হয়েছে ফখরকে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ফখর জামান। ছবি : গেটি ইমেজসইংল্যান্ড সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের স্কোয়াডে
নেই বাবর। এছাড়া দুই তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি এবং নাসিম শাহকেও স্কোয়াডে
রাখেনি পাকিস্তান। কিছুদিন আগে সাদা বলের ফরম্যাটের নেতৃত্বও ছেড়েছেন বাবর। সব
মিলিয়ে বেশ কঠিন সময় যাচ্ছে বাবরের। এমন সময়ে বাবরকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি
ভালোভাবে নেননি ফখর জামান।
বাদ দেওয়ার সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে একটি পোস্টে পিসিবির সমালোচনা করেন ফখর। সেখানে ভারতের ব্যাটিং গ্রেট বিরাট কোহলির প্রসঙ্গও টেনে আনেন তিনি। ফখর লিখেছিলেন, ‘বাবর আজমকে বাদ দেওয়া হচ্ছে বলে শুনছি, এটা উদ্বেগজনক। ভারত তো বিরাট কোহলিকে ২০২০ থেকে ২০২৩ সালের খারাপ সময়ের জন্য বেঞ্চে বসায়নি। ওই সময় কোহলির গড় ছিল যথাক্রমে ১৯.৩৩, ২৮.২১ এবং ২৬.৫০। আমরা যদি দলের প্রধান ব্যাটারকে বসিয়ে রাখার চিন্তা করি, যে কি না তর্কযোগ্যভাবে পাকিস্তানের সেরা ব্যাটার, এটা দলের মধ্যে গভীর নেতিবাচক বার্তা দেয়। এখনো প্যানিক বাটনে চাপ দেওয়াটা এড়ানোর সময় আছে। প্রধান খেলোয়াড়দের অবমূল্যায়ন না করে তাদের রক্ষায় মনোযোগ দিতে হবে আমাদের।’
এমন বক্তব্যের জন্য ফখরকে শোকজ নোটিশ পাঠিয়েছে পিসিবি। অর্থাৎ এমন কথা বলার কারণ দর্শানোর জন্য ফখরকে নোটিশ পাঠানো হয়েছে। জবাব দিতে বলা হয়েছে ৭ দিনের মধ্যে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।