
ফাইনালে এইচপির সামনে '১৭০' রানের লক্ষ্য
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-08-18T14:17:45+06:00
আপডেট হয়েছে - 2024-08-18T14:17:45+06:00
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচে বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। ম্যাচে শুরুটা ভালোভাবে করলেও শেষ দিকে কিছুটা খেই হারিয়েছে এইচপি। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ফাইনালে লড়ছে বাংলাদেশ এইচপি দল।
এনটি স্ট্রাইককে ২১ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় এইচপি। ফাইনালে অ্যাডিলেডের বিপক্ষে মাঠে নামে এইচপি। ম্যাচে আগে ব্যাট করতে নামে এইচপি। দ্বিতীয় ওভারেই রানআউট হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার জ্যাক উইন্টার। ৮ বলে ৪ রান করেন তিনি।
এরপর হ্যারি ম্যাথিয়াস এবং টম ও’কনেলের ব্যাটে চড়ে এগোতে থাকে অ্যাডিলেড। হ্যারি খেলেছেন ২৩ বলে ১৯ রানের ধীরগতির ইনিংস। তাকে আউট করেছেন মাহফুজুর রহমান রাব্বি। তবে টমকে ফেরানোই যাচ্ছিল না। দারুণ মারমুখি ব্যাটিংয়ে এগোতে থাকেন তিনি।
ঝড়ের গতিতে ছুটতে থাকা টমকে থামিয়েছেন এইচপির অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব। নিজের প্রথম ওভারে এসেই টমকে বোল্ড করে দেন আফিফ। দারুণ খেলতে থাকা টম সাজঘরে ফিরেছেন ফিফটি হাঁকিয়ে। ৩৩ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি।
এরপর ঝড়ো ব্যাটিংয়ে লিয়াম কট ১৮ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন। শেষ দিকে রায়ান কিং এবং স্যাম রাহালের ব্যাটে চড়ে এগিয়েছে অ্যাডিলেড। কিং খেলেছেন ১৯ বলে ৩৫ রানের বিস্ফোরক ইনিংস। অন্যদিকে ১৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন স্যাম। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি দাঁড় করিয়েছে অ্যাডিলেড।
বাংলাদেশ এইচপির হয়ে ২ উইকেট নেন রিপন মন্ডল। এছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন আফিফ হোসেন ধ্রুব, রকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।