██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ফাইনাল বাদে বিশ্বকাপের কোনো ম্যাচ আহমেদাবাদে খেলবে না পাকিস্তান

ওয়ানডে বিশ্বকাপের ব্যাপারে আলোচনা করতে পাকিস্তান সফরে গিয়েছিলেন আইসিসির চেয়ারম্যান। সেখানে বিশ্বকাপ বাদেও আরও অনেক ইস্যু নিয়ে আলোচনা হয়।

ফাইনাল বাদে বিশ্বকাপের কোনো ম্যাচ আহমেদাবাদে খেলবে না পাকিস্তান
Afrid Mahmud Rifat

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-06-08T12:19:56+06:00

আপডেট হয়েছে - 2023-06-08T12:20:20+06:00

পাকিস্তান সরকার থেকে শেষ পর্যন্ত ভারতে যাওয়ার জন্য সবুজ সংকেত পায় পিসিবি তাহলে আহমেদাবাদে ম্যাচ খেলবে না বলে আইসিসিকে জানিয়েছে পিসিবি। তার কারণ হিসেবে দেখানো হয়েছে নিরাপত্তা ইস্যু।

পাকিস্তান-সফরে-আসেন-আইসিসির-ঊর্ধ্বতন-কর্মকর্তারা

এশিয়া কাপ ও বিশ্বকাপ ইস্যু এখনও ঝুলছে। ভারত ও পাকিস্তান- দুই দেশই কোনো কিছুতে ছাড় দিতে নারাজ। তবে এশিয়া কাপ টুর্নামেন্ট নিয়ন্ত্রণ করে এসিসি অন্যদিকে বিশ্বকাপ আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট।

ভারত পিসিবির হাইব্রিড মডেলে রাজি না হলে বিশ্বকাপ না-ও যেতে পারে পাকিস্তান এমন খবর বের হয়েছিল। তবে ভারতীয় মিডিয়ার নতুন খবর অনুযায়ী পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে গেলে নির্দিষ্ট কয়েকটি ভেন্যুতে খেলবে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

সেগুলো হলো- চেন্নাই, কলকাতা ও বেঙ্গালুরু। সোর্সের খবর অনুযায়ী নাম প্রকাশ না করা ঐ ব্যক্তি মিডিয়াকে বলেন,

“শেঠি (নাজাম) বার্কলে ও অ্যালারডাইসকে জানিয়েছে যে পাকিস্তান তাঁদের ম্যাচ আহমেদাবাদে খেলতে চায় না। তবে ফাইনালের মতো নকআউট ম্যাচ হলে ভিন্ন ব্যাপার।”

তিনি আরও যোগ করেন, “তিনি আইসিসিকে অনুরোধ করেন যদি সরকার থেকে ভারতে যাওয়ার অনুমতি পায় তাহলে তাঁদের ম্যাচগুলো যেন চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতার সূচি নির্ধারণ করা হয়।”

বিশ্বকাপে ভারত ও পাকিস্তান মধ্যকার ম্যাচটি ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদে রাখার পরিকল্পনা করেছিল বিসিসিআই ও আইসিসি। তার কারণ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচকে নিয়ে আগ্রহ থাকে সবার।

এই ম্যাচ দিয়ে আয়-ও করতে পারে বহুগুণ আইসিসি। যে কারণে এক লাখ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচটির সূচি নির্ধারণ করা হয়েছিল। তবে দেখা যাক নতুন মোড়ে কী সিদ্ধান্ত হয়।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.