বাবরকে ফর্মে ফিরতে কোহলিকে অনুসরণ করার পরামর্শ পন্টিংয়ের
কোহলিকে অনুসরণের পরামর্শ দিয়েছেন অজি গ্রেট রিকি পন্টিং

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-11-07T14:09:43+06:00
আপডেট হয়েছে - 2024-11-07T14:53:39+06:00
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাবর আজমের। লাল বলে টানা ব্যর্থতার বৃত্তে বন্দী এই তারকা। এর মাঝে টেস্টে দল থেকে বাদ পড়েছেন। সাদা বলে ভালো করলেও বাবরের লাল বলের সমস্যা সমাধানে ভারতীয় তারকা বিরাট কোহলিকে অনুসরণের পরামর্শ দিয়েছেন সাবেক অজি তারকা রিকি পন্টিং। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বাবরকে ফর্মে ফেরার উপায় বাতলে দিয়েছেন পন্টিং
টেস্টে ২০২৩ সাল থেকে বাজে ফর্ম ধরে রেখেছেন বাবর। রান করেছেন মাত্র ২০.৭ গড়ে। সীমিত ওভারের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন আবার৷ মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে খেলছেন তিনি। সেখানে প্রথম ম্যাচে ৩৭ রান করেছেন তিনি। তবে বাবরের সাদা পোশাকে দলে ফেরা নিয়েই চিন্তিত পন্টিং।
আইসিসি রিভিউতে তিনি বলেন, " সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সে কিভাবে দলে ফিরবে। তাদের এখন খুঁজে বের করতে হবে কোন উপায়ে বাবর ফর্মে ফিরবে এবং দলে ফিরে আসবে।"
দলে ফেরার বিষয়ে সম্ভাব্য সমাধানের উপায় বাতলে দিয়েছেন পন্টিং। এই অজি গ্রেটের মতে, কোহলিকে অনুসরণ করতে পারেন বাবর। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেননি কোহলি। পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। এর আগে ২০২২ সালেও এমন বিরতি নিয়ে ফিরে এসেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন দুর্দান্ত।
পন্টিং বলেন, " আপনি যখন বাবরের রেকর্ড, পরিসংখ্যান দেখবেন আমরা বিরাট কোহলির উদাহরণ দিতে পারি। সে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছে এবং পরবর্তীতে ফিরে এসে দুর্দান্ত পারফর্ম করেছে। আমার মনে হয়, বাবরেরও একই কাজ করা উচিত। কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নিয়ে অন্যকিছু ভাবা এবং পরবর্তীতে নতুনভাবে ফিরে আসা উচিত। আশা করি এমন হলে সে দুর্দান্তভাবে ফিরে আসবে এবং আবারও সে তার আগের ফর্মে ফিরবে।"
সম্প্রতি বারবার অধিনায়ক পরিবর্তন করছে পাকিস্তান। গত ওয়ানডে বিশ্বকাপের পর বাবর অধিনায়কত্ব ছাড়ার পর থেকে নেতৃত্বের ভার উঠেছে শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানের কাঁধে। মাঝে সীমিত ওভারে নেতৃত্ব দিয়েছেন বাবরও। এ নিয়ে কথা বলেছেন পন্টিং।
" তারা অধিনায়ক পরিবর্তন করছে, কখনো শাহীন, কখনো রিজওয়ান, কখনো বাবর। প্রচুর পরিবর্তন হচ্ছে। আপনি নিশ্চিতভাবেই এই অস্থিতিশীলতা চাইবেন না। আমি মনে করি তারা সঠিক কিছু খুজঁছে যার ফলাফল আসা বা কাজ করা পর্যন্ত পরিবর্তন আনছে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।