
বাবর-শাহীনদের নিয়ে অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান স্কোয়াড
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-10-27T16:27:41+06:00
আপডেট হয়েছে - 2024-10-27T16:27:41+06:00
অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সফরের ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সর্বশেষ ইংল্যান্ড সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়া বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং নাসিম শাহকে ফেরানো হয়েছে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে। তবে অস্ট্রেলিয়া সফরের পর জিম্বাবুয়ে সফরের দলে নেই তিনজনের কেউ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কিছুদিন আগে পাকিস্তানের সাদা বলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ান সবচেয়ে এগিয়ে থাকলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে অধিনায়ক ছাড়াই দেওয়া হয়েছে স্কোয়াড। পিসিবি সভাপতি মহসিন নাকভি নতুন অধিনায়কের নাম ঘোষণা করবেন। এছাড়া অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা আরেকজন সালমান আলী আঘা, রয়েছেন দুই সফরের স্কোয়াডেই। রিজওয়ান জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই।
সদ্য ঘোষিত পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া ফখর জামান এবং ইমাম-উল-হক কোনো স্কোয়াডে নেই। তবে চুক্তিতে না থাকা পেসার মোহাম্মদ হাসনাইন রয়েছেন চারটি স্কোয়াডেই। পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে ঝলক দেখিয়ে দলে নিজের জায়গাটা আদায় করে নিয়েছেন হাসনাইন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন হাসনাইন।
এছাড়া দল থেকে বাদ পড়েছেন দীর্ঘ দিন ফর্মে না থাকা অলরাউন্ডার শাদাব খান। বাঁহাতি লেগ স্পিনার সুফিয়ান মুকীমকে রাখা হয়েছে দুটি টি-টোয়েন্টি দলে। সাথে অফ স্পিন বোলিং অলরাউন্ডার কাসিম আকরাম রয়েছেন জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে।
পাকিস্তান শাহীনসের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস দলে জায়গা পাননি। দলে নেওয়া হয়েছে জানুয়ারি মাসে নিউজিল্যান্ড সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা উইকেটরক্ষক ব্যাটার হাসিবউল্লাহ খানকে। এছাড়া সাইম আয়ুব দুটি ওয়ানডে সিরিজের দলে থাকলেও নেই টি-টোয়েন্টিতে।
৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে পাকিস্তানের অস্ট্রেলিয়া সিরিজ। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে জিম্বাবুয়ে সিরিজ। ৪ নভেম্বর মাঠে গড়াবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যকার তিন ওয়ানডে ম্যাচের প্রথম ওয়ানডে। ২০২৩ ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর এটি প্রথম ওয়ানডে ম্যাচ হতে যাচ্ছে পাকিস্তানের জন্য। ৮ ও ১০ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ১৪, ১৬ এবং ১৮ নভেম্বর আয়োজিত হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান। ২৪ নভেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ২৬ এবং ২৮ নভেম্বর আয়োজিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ১ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ এবং ৫ ডিসেম্বর মাঠে গড়াবে বাকি দুই টি-টোয়েন্টি।
অস্ট্রেলিয়া সফরের পাকিস্তান স্কোয়াড :
ওয়ানডে : আমের জামাল, আবদুল্লাহ শফিক, আরাফাত মিনহাস, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আয়ুব, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি।
টি-টোয়েন্টি : আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সালমান আলী আঘা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকীম, উসমান খান।
জিম্বাবুয়ে সফরের পাকিস্তান স্কোয়াড :
ওয়ানডে : আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইরফান খান, সাইম আয়ুব, সালমান আলী আঘা, শাহনেওয়াজ দাহানি, তৈয়ব তাহির।
টি-টোয়েন্টি : আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সালমান আলী আঘা, সুফিয়ান মুকীম, তৈয়ব তাহির, উসমান খান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।