বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে তাহিরের দারুণ অভিজ্ঞতা
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে সময় কাটালেন তাহির-সোহানরা।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে তাহিরের দারুণ অভিজ্ঞতা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-02-22T20:02:04+06:00
আপডেট হয়েছে - 2024-03-03T10:17:31+06:00
পৃথিবীর বুকে সবাই সমান দক্ষতা কিংবা ক্ষমতা নিয়ে আসেন না। দেহের অসংখ্য অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে কোনো একটি অচল বা আংশিক সচল হলেও টের পাওয়া যায় প্রতিটি অঙ্গের দাম কতখানি। যাদের দেহের সবকিছু শতভাগ সচল নয় তারাই পরিচিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হিসেবে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কোয়ালিফায়ারে চলে গেছে রংপুর রাইডার্স। ছবি : বিডিক্রিকটাইম
সেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে বসুন্ধরা গ্রুপের মহৎ উদ্যোগ বসুন্ধরা স্পেশাল চাইল্ড ফাউন্ডেশন। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দল রংপুর রাইডার্স এবার খেলছে বিপিএলে। সেই দলের বেশ কিছু ক্রিকেটার আজ (২২ ফেব্রুয়ারি) গিয়েছিলেন সেই ফাউন্ডেশন পরিদর্শনে। সেখানে শিশুদের সাথে দারুণ সময় কাটিয়েছেন নুরুল হাসান সোহান-ইমরান তাহিররা।
ফাউন্ডেশনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাহির বলেন, ‘এখানে এসে দারুণ অভিজ্ঞতা হল। আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে ডাকার জন্য এবং পরিদর্শন করার সুযোগ করে দেওয়ার জন্য। এটা আমার জন্য বিশেষ কিছু। আমি একজন বাবা। আমি বাচ্চাদের জন্য এবং তাদের বাবা-মার বিষয়টি অনুভব করতে পারি। এখানে বসুন্ধরা গ্রুপ যেভাবে এই জায়গাটির দেখভাল করছে তাদেরকেই সব কৃতিত্ব দিতে হবে। দারুণ ব্যাপার। এখানকার শিক্ষকদেরও অভিনন্দন জানাতে হবে। তারা বেশ ভালো কাজ করছে। আমি দেখছি এখানে ছোট বাচ্চারা কীভাবে ক্লাসে যাচ্ছে এবং তারা স্বাভাবিক মানুষ হয়ে ফিরে আসবে। এখানে অনেক চেষ্টা করতে হয়। ভিন্ন ধরনের অনেক বাচ্চা আছে এখানে। তাদের সফলতা দেখাটাই আজকের দিনের সেরা অনুভূতি। আমি দলের পক্ষ থেকে তাদের কার্যক্রম দেখে তাদের অভিনন্দন জানাতে চাই। এটা কখনওই কাজ সহজ নয়।’
তাহির আরও জানান, ‘আসলে এখানে স্বাভাবিক মানুষ হিসেবে সবাই অবদান রাখতে চাইবে। অন্যদের সামনে যদি সুযোগ আসে তাহলে আমি নিশ্চিত তারাও এমন কিছু করবে এবং তাদের এমন কিছু করা উচিত বলে আমার মনে হয়। এটা আমাদের জীবন সম্পর্কে অনেক কিছু মনে করিয়ে দেয়। আমাদের মনে করিয়ে দেয় কতটা ভাগ্যবান আমরা। আমাদের যা আছে তা নিয়েই আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। কিছু না থাকলেও আমাদের তা নিয়ে কৃতজ্ঞ থাকতে হবে।’
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে তাহির। ছবি : বিডিক্রিকটাইম
পরে ফাউন্ডেশনের শিশুদের উদ্দেশ্যে এবং শিক্ষকদের উদ্দেশ্যেও কথা বলেছেন তাহির। তিনি বলেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য বসুন্ধরা স্পেশাল চাইল্ড ফাউন্ডেশনকে ধন্যবাদ। নিজেদের ব্যাপারে চিন্তা করার সুযোগ দেওয়ার জন্যও ধন্যবাদ। আমার একটি ছেলে আছে এখানকার বাচ্চাদের মতই। আমার মনে হয় এখানে শিক্ষকরা দারুণ কাজ করছেন। আমি তাদের অনেক অভিনন্দন জানাই। আসলে বাস্তবতা হচ্ছে আমাকে জীবনের সকল সুযোগ-সুবিধার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আমরা খুবই ভাগ্যবান যে আমরা সবকিছু পেয়েছি। আমাদের উচিত সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হওয়া। আমাদের সব বিদেশি ক্রিকেটারের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুক। আল্লাহ পাক আপনাদের আরও সততা দিক যেন আপনারা যেই ফাউন্ডেশন চালিয়ে যেতে পারেন এবং এই বাচ্চাদের দেখভাল করতে পারেন। এই সুযোগটা আমাদের করে দেওয়ার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। রংপুর দলের পক্ষে থেকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ।’
এবারের বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে তাহিরদের রংপুর রাইডার্স। কোয়ালিফায়ারের ম্যাচে আগামী ২৬ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।