বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়তে পারে পাকিস্তান : শোয়েব
সদ্য সমাপ্ত এশিয়া কাপে রানার্সআপ হয়েছে পাকিস্তান। টুর্নামেন্টজুড়ে দলের ভালো পারফরম্যান্সে যেমন প্রশংসা মিলেছে, তেমনি ছোটখাটো অনেক ভুলের জন্য সমালোচনাও জুটেছে ক্রিকেটারদের কপালে। সম্প্রতি পাকিস্তানের বিশ্বকাপের দল নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক পেসার শোয়েব আখতার।

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়তে পারে পাকিস্তান : শোয়েব
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-09-17T17:49:44+06:00
আপডেট হয়েছে - 2022-09-17T17:49:44+06:00
খেলার সারসংক্ষেপ
সদ্য সমাপ্ত এশিয়া কাপে রানার্সআপ হয়েছে পাকিস্তান। টুর্নামেন্টজুড়ে দলের ভালো পারফরম্যান্সে যেমন প্রশংসা মিলেছে, তেমনি ছোটখাটো অনেক ভুলের জন্য সমালোচনাও জুটেছে ক্রিকেটারদের কপালে। সম্প্রতি পাকিস্তানের বিশ্বকাপের দল নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক পেসার শোয়েব আখতার।
পাকিস্তান ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস
বিশ্বকাপের দল নির্বাচন একদমই পছন্দ হয়নি শোয়েবের। তার মতে, মিডল অর্ডারে পরিবর্তন আনা জরুরি ছিল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপে দুর্বল মিডল অর্ডার দলকে ভোগাবে বলেই মনে করেন শোয়েব। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘এটা কেমন দল নির্বাচন? তারা বলেছিল, আমরা এমন একটি সিদ্ধান্ত নেব যা সবার পছন্দ হবে। কিন্তু তারা মিডল অর্ডারে পরিবর্তন না করার মতো ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নিল। সমস্যাটা ছিল মিডল অর্ডারে, কিন্তু নির্বাচকরা তা উপেক্ষা করল এবং সেখানে কোনো পরিবর্তনই আনল না।’
নিজের একসময়কার সতীর্থ, পাকিস্তানের স্পিন গ্রেট এবং বর্তমানে দলের
প্রধান কোচ সাকলাইন মুশতাকেরও কঠোর সমালোচনা করেছেন শোয়েব। টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে
সাকলাইনের কোনো ধারণা আছে কিনা এ নিয়েও সন্দিহান তিনি। শোয়েব জানান, ‘প্রধান নির্বাচক
যখন সাধারণ মানের, সিদ্ধান্তও তো নেওয়া হবে সেরকমই। সাকলাইন (মুশতাক) ২০০২ সালে সবশেষ
ক্রিকেট খেলেছে। সে আমার বন্ধু, তাই তাকে এটা বলতে চাই না, তবে আমার মনে হয় না টি-টোয়েন্টি
ক্রিকেট সম্পর্কে তার কোনো ধারণা আছে। আমি মনে করি না, এটা তোমার (সাকলাইনের) শক্তির
জায়গা।’
এছাড়াও বর্তমান ফর্ম কিছুটা খারাপ হলেও বিশ্বকাপে দলের বড় ভরসা হতে পারতেন ফখর জামান- বিশ্বাস করেন শোয়েব। কিন্তু ভরসা হবেন কেমন করে? মূল দলেই তো জায়গা পাননি তিনি, অবশ্য স্ট্যান্ডবাইয়ের তালিকাতে আছেন বাঁহাতি এই ব্যাটার। ফখরের জায়গা না পাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে চোটের কথা।
বাবর আজম। ছবিঃ গেটি ইমেজস
এই প্রসঙ্গে শোয়েবের ভাষ্য, ‘আমি অনেকবার বলেছি, ফখর জামানকে (প্রথম) ৬ ওভার (পাওয়ারপ্লে) খেলতে দিন, যেহেতু অস্ট্রেলিয়ান কন্ডিশন তার জন্য উপযুক্ত হবে। বাবরকে ওপেনিংয়েই রাখুন। ইফতিখার আহমেদ আমাদের দ্বিতীয় মিসবাহ। আমাদের রিজওয়ান আছে এবং তাকে সঙ্গ দেওয়ার জন্য এখন আছে ইফতিখার।’
বাবর আজমের দলকে নিয়ে একটুও আশাবাদী হতে পারছেন না শোয়েব। তার ধারণা প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যাবে পাকিস্তান। এছাড়া অধিনায়ক বাবর আজমকে নিয়েও হতাশ তিনি। বাবর সবসময় ক্লাসিক কাভার ড্রাইভ খেলতে মুখিয়ে থাকেন বলে মনে করেন শোয়েব। ফলে দলের ব্যাটিং সামর্থ্য এবং গভীরতা নিয়ে বেশ শঙ্কা আছে তার।
শোয়েবের মতে, ‘এই দল নিয়ে, প্রথম রাউন্ডেই আমরা বাদ পড়তে পারি। আমাদের ব্যাটিং বিভাগের গভীরতা নিয়ে আমি শঙ্কিত। আমাদের অধিনায়কও এই সংস্করণের জন্য উপযুক্ত নয়, কারণ সে সবসময়ই ক্লাসিক কাভার ড্রাইভ খেলতে মুখিয়ে থাকে। সে নিজেকে ক্লাসিক দেখাতে চায়।’
পাকিস্তান ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস
এশিয়া কাপের ফাইনালে উঠলেও ট্রফি ঘরে তুলতে পারেনি পাকিস্তান। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরেছে বাবর আজমের দল। টুর্নামেন্টজুড়ে ব্যাপক সমালোচনা হয়েছে বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি এবং দলের ভঙ্গুর মিডল অর্ডার নিয়ে।
সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া পাকিস্তান অবস্থান করছে গ্রুপ-২ এ। সেখানে তাদের সঙ্গী বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং প্রাথমিক পর্ব পেরিয়ে আসা দুইটি দল। আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।