বিশ্বকাপের সেরা মুহূর্ত বাছাই, চলছে শেষ পর্যায়ের ভোটাভুটি
দুইটি মুহূর্তের মধ্যে ভোটাভুটিতে বাছাই করা হবে একটিকে।

বিশ্বকাপের সেরা মুহূর্ত বাছাই, চলছে শেষ পর্যায়ের ভোটাভুটি
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-09-30T21:46:32+06:00
আপডেট হয়েছে - 2023-09-30T21:46:32+06:00
বিশ্বকাপের সেরা মুহূর্ত কোনটি? প্রশ্নটা শুনলে আপনার মনে হয়ত অনেক মুহূর্তই উঁকিঝুঁকি দেবে। নিজের পছন্দের সেই মুহূর্তের অনেক স্মৃতি হয়ত ভেসে বেড়াবে আপনার মস্তিষ্কে।
ধোনির সেই বিখ্যাত ছক্কা এবং ভারতের বিশ্বকাপ জয়।
সমর্থকদের ভোটাভুটিতে বিশ্বকাপের সেরা মুহূর্ত বাছাই করার অভিযানে নেমেছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। সর্বমোট ৩২টি মুহূর্ত থেকে এবার ফাইনাল পর্বে ২টি মুহূর্ত স্থান পেয়েছে। আগের ৩২ মুহূর্তের মধ্যে বাংলাদেশের ৪টি মুহূর্ত স্থান পেলেও সেরা দুইয়ে নেই বাংলাদেশের কোনো মুহূর্ত।
সেই দুই মুহূর্তের মধ্যে একটি হচ্ছে ২০১১ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একদম শেষ বলে মহেন্দ্র সিং ধোনির হাঁকানো সেই ছক্কাটি। ওয়ানডে বিশ্বকাপে ভারতকে দ্বিতীয় শিরোপা এনে দিয়েছিলেন অধিনায়ক ধোনি। সেবার ঘরের মাঠের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচের একদম শেষ দিকে গিয়ে অসাধারণ এক ছক্কা মারেন ধোনি। আর ইতিহাসের পাতায় ঢুকে যায় এই মুহূর্তটি। বিশ্বকাপের সেরা দুই মুহূর্তের মধ্যে একটি ধোনির এই ছক্কা মারার মুহূর্ত।
অন্য আরেকটি হচ্ছে ১৯৯২ বিশ্বকাপে জন্টি রোডসের ইনজামাম উল হককে রান আউট করে দেওয়ার ঘটনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে রান তাড়া করছিল পাকিস্তান। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে জয়ের পথে রেখেছিলেন ইনজামাম। ঠিক সেই ম্যাচেই ৩১তম ওভারের এক বলে অনেক দূর থেকে দৌড়ে এসে স্টাম্পে বল লাগিয়ে দিয়ে ইনজামামকে রান আউট করে দেন রোডস। সেই মুহূর্তটি ক্রিকেট ইতিহাসের বেশ স্মরণীয় মুহূর্ত হিসেবে এখনও বিবেচনা করা হয়।
বর্তমানে আইসিসির ওয়েবসাইটে এই দুই মুহূর্তের মধ্যে সেরা মুহূর্ত বেছে নেওয়ার ভোটাভুটি চলছে। ক্রিকেটপ্রেমীরা চাইলে নিজেরাও অংশ নিতে পারবেন সেই ভোটে। নিজের পছন্দের মুহূর্তকে ভোট দেওয়ার জন্য যেতে হবে এই লিংকে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।