বিশ্বকাপ থেকে অনেক ইতিবাচকতা খুঁজে পাচ্ছে নেপাল
বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হল নেপালের।

বিশ্বকাপ থেকে অনেক ইতিবাচকতা খুঁজে পাচ্ছে নেপাল
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-17T16:58:26+06:00
আপডেট হয়েছে - 2024-06-17T16:58:26+06:00
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে নেপাল। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে ২১ রানের ব্যবধানে। ফলে কোনো জয় ছাড়াই বিশ্বকাপ শেষ হয়েছে তাদের। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
২১ রানে জিতেছে বাংলাদেশ।
কোনো ম্যাচ জিততে না পারলেও এবারের বিশ্বকাপে দারুণ লড়াকু ক্রিকেট খেলেছে নেপাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচটা জিততে পারেনি, হেরেছে মাত্র ১ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। বাংলাদেশের বিপক্ষেও খেলেছে দারুণ লড়াকু ক্রিকেট। তবে হেরেছে ২১ রানে।
বাংলাদেশ ম্যাচের পর নেপালের অধিনায়ক রোহিত পাউদেল হারা ম্যাচগুলো থেকেই খুঁজতে চেয়েছেন ইতিবাচক দিক। রোহিত বলেন, ‘এখানে অনেক ইতিবাচক দিক রয়েছে। যেভাবে আমরা এশিয়া কাপে খেলেছি এবং এখানে বিশ্বকাপে খেললাম বড় দলের সাথে। প্লেয়ার হিসেবে সবাই নিজেদের ভূমিকাটা জানে, প্ল্যান জানে। শুধু এটা কাজে লাগানোর পালা। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আমরা ভালো করব।’
বোলিং ভালো হলেও ব্যাটিং ভালো হয়নি নেপালিদের। বিষয়টি মেনে নিয়ে রোহিত বলেন, ‘আসলে এই টুর্নামেন্টে আমাদের বোলিং ইউনিট ভালো বল করেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দায়িত্ব নিতে পারিনি। বাংলাদেশ দারুণ বল করেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা বাজে ব্যাট করেছি। এটা আমাদের মেনে নিতে হবে। টপ অর্ডার ব্যাটার হিসেবে আমরা আরও দায়িত্ব নিতে পারতাম। ১০৭ রান করে দিতে পারতাম। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দোষী।’
রোহিত আরও বলেছেন, ‘আসলে ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও ভালো করা দরকার ছিল। আমরা যদি এরকম অভিজ্ঞতা পেতে থাকি, সেরা দলগুলোর বিপক্ষে তাহলে নিকট ভবিষ্যতে আমরা উন্নতি করতে পারব। এখান থেকে আসলে আমাদের শুধু উন্নতিই করে যেতে হবে। নেপাল দলের হয়ে ব্যাটার হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে যখন আমরা টপ অর্ডার ব্যাটার এবং ব্যাট করে যেতে হবে।’
নেপালে দারুণ জনপ্রিয় ক্রিকেট। তাদের সমর্থকরা বহু পথ পাড়ি দিয়ে ছুটে গিয়েছেন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজেও, দলকে সমর্থন দিতে। এছাড়া স্থানীয় স্টেডিয়ামেও বহুবার দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। খেলাপাগল এই সমর্থকদের নিয়েও কথা বলেছেন নেপালের অধিনায়ক।
ম্যাচ জিততে না পারলেও বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলেছে নেপাল। ছবি : গেটি ইমেজস
রোহিত বলেন, ‘আসলে এখানে (বিশ্বকাপে) অনেক ইতিবাচক দিক রয়েছে। বিশেষ করে যেভাবে আমরা বল করেছি টুর্নামেন্টজুড়ে। দল হিসেবে আমাদের মাঝে অনেক সামর্থ্য আছে। যদি আমরা ভালো দলের সাথে ভালো ক্রিকেট খেলি বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কার সাথে যদি নিয়মিত খেলতে পারি তাহলে উন্নতি করতে পারব। সমর্থকদের ব্যাপারে বলব আমরা তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি একটি ভিডিওতে দেখেছি আমরা দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর তারা কেঁদেছে। তারা অনেক প্যাশোনেট এবং ক্রিকেটপাগল। আশা করি ভবিষ্যতে আমরা সেরা ক্রিকেট খেলে তাদের কিছু উপহার দিতে পারব। অধিনায়ক হিসেবে আমি কিছুটা হতাশ, আমি জানি তারাও হতাশ এই হারগুলোর ফলে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ম্যাচে। আমি বলব আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’
এর ফলে শেষ হয়েছে ‘ডি’ গ্রুপের সব হিসাব নিকাশ। গ্রুপ থেকে সেরা দুই দল হিসেবে সুপার এইটে চলে গেছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। অন্যদিকে বাদ পড়েছে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা এবং নেপাল। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রায় সব মাচেই।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।