
তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-12-15T13:46:58+06:00
আপডেট হয়েছে - 2024-12-15T13:46:58+06:00
New Zealand vs England
Seddon Park

New Zealand
347/10 (97.1) 453/10 (101.4)

England
143/10 (35.4) 234/10 (47.2)
New Zealand won by 423 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Mitchell Santner (New Zealand) |
বোলারদের নৈপুণ্যে হ্যামিল্টন টেস্টের চালকের আসনে রয়েছে নিউজিল্যান্ড। টিম সাউদির বিদায়ী টেস্টের দুইদিনেই বড় লিডের পথে রয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনশেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে কিউইরা। তার আগে ইংল্যান্ডকে মাত্র ১৪৩ রানে অলআউট করেছে স্বাগতিকরা।[গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ইংল্যান্ডের হয়ে লড়াই করেছেন রুট
৯ উইকেটে ৩১৫ রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করে নিউজিল্যান্ড। উইলিয়াম ও’রুর্ককে নিয়ে আরো ৩২ রান যোগ করে স্যান্টনার। প্রথম ইনিংসে ৩৪৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
এরপর ব্যাট করতে নেমে কিউই পেসারদের তোপের মুখে পড়ে ইংলিশ ব্যাটাররা। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট অবশ্য বাজবল ঘরানার ক্রিকেট শুরু করেছিলেন। তবে দলীয় ৩২ রানে ১৪ বলে ২১ রান করা ক্রলিকে ফেরান ম্যাট হেনরি। এরপর ডাকেটকেও ফেরান তিনি। বেথেলের সাথে রুটের জুটিকে বড় হতে দেননি উইলিয়াম ও'রুর্ক। বেশিক্ষণ টেকেননি রুট।
রুটের বিদায়ের পর ওলি পোপ ও বেন স্টোকসের ৫২ রানের জুটি বাদে আর কেউই কোন প্রতিরোধ গড়তে পারেননি। শেষ পর্যন্ত ১৪৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস।
চার উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার ম্যাট হেনরি। তিনটি করে উইকেট শিকার করেছেন উইলিয়াম ও'রুর্ক ও মিচেল স্যান্টনার। উইকেটশূন্য ছিলেন বিদায়ী টেস্ট খেলতে নামা টিম সাউদি
প্রথম ইনিংসে ২০৪ রানের লিড নিলেও ইংল্যান্ডকে ফলো-অন করায়নি নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অল্পতেই ফিরেছেন অধিনায়ক টম ল্যাথাম। ফিফটি করেছেন আরেক ওপেনার উইল ইয়াং। ফিফটির দেখা পেয়েছেন অভিজ্ঞ কেইন উইলিয়ামসনও। ৩ উইকেটে ১৩৬ রান নিয়ে দিন শেষ করে ৩৪০ রানে এগিয়ে নিউজিল্যান্ড।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।