██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ব্যাটিংকে চিন্তার কারণ মানছেন শান্ত

ব্যাটিংয়ের ব্যর্থতা মেনে নিয়েছেন অধিনায়ক।

ব্যাটিংকে চিন্তার কারণ মানছেন শান্ত

ব্যাটিংকে চিন্তার কারণ মানছেন শান্ত

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-06-17T12:19:24+06:00

আপডেট হয়েছে - 2024-06-17T12:19:24+06:00

অবশেষে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে নেপালের বিরুদ্ধে লো স্কোরিং থ্রিলারে ২১ রানের জয়ে বীরের বেশে সুপার এইটে চলে গেছে বাংলাদেশ। তবে এই ম্যাচেও ফুটে উঠেছে টাইগারদের হতশ্রী ব্যাটিংয়ের দৃশ্য।  [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  দারুণ জয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার এইট। 

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তুলেছে ১০৬ রান। শুরুতে বরাবরের মত আরও একবার ব্যর্থ হয়েছে টাইগার টপ অর্ডার। মাত্র ৩০ রানের মধ্যে পড়েছে ৪ উইকেট। টপ অর্ডারের ব্যর্থতা টুর্নামেন্টজুড়েই ভুগিয়েছে বাংলাদেশকে। কেবল এই টুর্নামেন্ট নয়, আরও আগে থেকেই দলের টপ অর্ডার বেশ নড়বড়ে। পাওয়ারপ্লে কাজে লাগিয়ে দারুণ শুরু পাওয়ার ব্যাপারটা কোনো কালেই অতটা ভালোভাবে দেখা যায়নি দলের মাঝে। এবারের বিশ্বকাপেও বেশ ভোগাচ্ছে টপ অর্ডারে এমন দুর্দশা।

নেপালের বিপক্ষে জয়ের পর ব্যাটিং ব্যর্থতার বিষয়টি মেনে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘এটা তো আসলে সম্ভব না বোলাররা প্রতিদিনই ম্যাচ জেতাবে। আমি আশা করি প্রতিদিনই জেতাক। আমি আশা করব। তবে ব্যাটারদেরও দায়িত্ব আছে। কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার। কিন্তু কোনোভাবেই হচ্ছে না এবং এটা মেনে নেওয়ার মত না। হ্যাঁ এই উইকেট ১৪০-১৫০ রান করার মত উইকেট ছিল। যেটা আমরা করতে পারিনি। অবশ্যই এটা আমাদের জন্য একটা চিন্তার কারণ।’

 

শান্ত আরও বলেছেন, ‘পুরা টুর্নামেন্টেই যদি দেখি খুব একটা বড় স্কোর হচ্ছে না। কোনো দলই অইরকম বড় স্কোর করছে না। বেশিরভাগ ম্যাচই এমন কম রান হচ্ছে, ডিফেন্ড করতেসে জিততেসে। যে কম রানটা হচ্ছে এত কম রানেরও উইকেট না। হয়ত ১৩০-১৪০ রানের উইকেট ছিল। ওভারল যদি বলি এই টুর্নামেন্টে একদম খুব ভালো ফ্ল্যাট ট্র্যাক সেটা আমি বলব না।’

 নাজমুল হোসেন শান্ত। 

সুপার এইটে ব্যাটিং চিন্তার কারণ হবে কিনা এমন প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, ‘অবশ্যই চিন্তার কারণ। এভাবে ব্যাটিং করলে আমার মনে হয় না যে দলের জন্য খুব একটা ভালো দিক হবে। কারণ শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা শুরুটা পাচ্ছি না। শেষের ব্যাটাররাও অইরকমভাবে শেষ করতে পারছে না। ফলে অবশ্যই চিন্তার কারণ। এখান থেকে আমাদেরকেই বের হয়ে আসতে হবে। কীভাবে বের হয়ে আসতে হবে এটা নিয়ে অনেক প্ল্যান সবসময়ই হয়। স্টিল এই ভুলগুলা বারবারই হচ্ছে। তারপরেও আমি বলব পরের রাউন্ডে এই ভুলগুলা যত কম করা যায়।’

 

বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল শ্রীলঙ্কাকে হারিয়ে। সেবারও বেশ রুদ্ধশ্বাস এক জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ লড়াকু ক্রিকেট খেললেও একদম শেষ দিকে গিয়ে ৪ রানে হারে বাংলাদেশ। পরে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে টানা ২ জয়ে নিশ্চিত হল সুপার এইট।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার ৩ ম্যাচে জিতল বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ সাফল্য ছিল মূল পর্বে ২ ম্যাচ জেতা। সে হিসাবে এবারের বিশ্বকাপকে বাংলাদেশের জন্য সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ বলে দেওয়াই। টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতায় অনেকখানি পিছিয়ে থাকা বাংলাদেশের বিশ্বমঞ্চে এমন পারফরম্যান্স অবশ্যই দারুণ ব্যাপার। দলের হারানো আত্মবিশ্বাসও তাতে ফিরবে অনেকটাই।

 

সুপার এইটের গ্রুপ ‘১’ এ বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান। বাংলাদেশ সময় আগামী ২১ জুন ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।



একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.