মিরপুরে সালাউদ্দিনের অধীনে ওয়ার্কশপের সুযোগ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-05-27T12:22:06+06:00
আপডেট হয়েছে - 2024-05-27T12:40:42+06:00
দেশসেরা ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ওয়ার্কশপের সুযোগ এলো সব পর্যায়ের ক্রিকেটারদের সামনে। বিশেষত উঠতি ক্রিকেটারদের জন্য এই উদ্যোগ নিয়েছে ফিজিও কেয়ার ওয়েলনেস সেন্টার। আগামী ৩১ মে রাজধানীর মিরপুরে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।
সীমিত সংখ্যক আসনে এই ওয়ার্কশপের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সালাউদ্দিনের অধীনে ওয়ার্কশপের সেশন ফি ৩ হাজার টাকা। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে এই ওয়ার্কশপ। মিরপুর-২ এর কমার্স কলেজ রোডের প্লট ৩ ও ৪ (লিফটের ৩) ফিজিও কেয়ারের কার্যালয়ে ('মানুষের জন্য ফাউন্ডেশন' ভবন, প্রশিকা মোড় ও মিরপুর কমার্স কলেজের মাঝামাঝি) এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
ওয়ার্কশপের নামকরণ অক্রা হয়েছে মাস্টার দ্য গেম উইথ সালাউদ্দিন, যার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিক্রিকটাইম। কর্মশালায় নিবন্ধনের জন্য ০১৩৩২৫৩১৭৬৬ ও ০১৩৩২৫৩১৭৬৫ এই দুই নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
ওয়ার্কশপের প্রশিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, 'অনেকেই বিভিন্ন সময়ে আমার সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য। আমিও চেষ্টা করেছি উত্তর দেওয়ার, অনেক সময় দিতে পারিনি। মিরপুরের ফিজিও কেয়ার সেন্টার একটা উদ্যোগ নিয়েছে। যারা এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাচ্ছেন তারা যেন এসে সরাসরি কথা বলতে পারেন। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।'
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।