মুস্তাফিজের স্লোয়ার বলগুলো পড়া অসম্ভব : ডুল
মু্স্তাফিজের সাথে মুরালিধরনের তুলনা করলেন সাইমন ডুল

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-04-09T11:24:13+06:00
আপডেট হয়েছে - 2024-04-09T12:31:31+06:00
আইপিএলে মুস্তাফিজ ম্যাজিক চলছেই। এক ম্যাচ পর ফিরে আবারও দুর্দান্ত কাটার মাস্টার। দুই উইকেট শিকার করে পুনরায় দখল করেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হচ্ছে প্রশংসা। মু্স্তাফিজের প্রশংসা থেকে বাদ যাননি নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডুলও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেছেন মুস্তাফিজ
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডেথ ওভারে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজ। ম্যাচের ১৮ ও ২০তম ওভারে বোলিং করে মাত্র ১০ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। তার বলে বেশি রান তুলতে পারেননি আন্দ্রে রাসেল। আউট হয়েছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্ক। শেষ ওভারে মাত্র এক রান দিয়ে দুই উইকেট শিকার করেন বাংলাদেশের এই পেসার।
মুস্তাফিজকে নিয়ে ক্রিকবাজের একটি অনুষ্ঠানে কথা বলেছেন কিউই ধারাভাষ্যকার সাইমন ডুল। তার মতে, মুস্তাফিজের কবজির অবস্থান অবিশ্বাস্য। বোলিং বিশ্লেষণ করতে গিয়ে তুলনা করেন লঙ্কান কিংবদন্তি মুরালিধরনের সাথে। আরো জানান, মুস্তাফিজের স্লোয়ার বলগুলো পড়া অসম্ভব।
সাইমন ডুল বলেন, “ মুস্তাফিজের কবজির অবস্থান অবিশ্বাস্য। এ কারণে তার বল লুপ এবং স্পিন করে। এভাবে বল করা কঠিন। সে অনেকটা মুরালির মতো। কবজির অবস্থান, স্পিন করা সবকিছু মিলিয়ে তার স্লোয়ার বলগুলো পড়া অসম্ভব। তাকে খেলা টপ অর্ডার ব্যাটারের জন্যও খুবই কঠিন। মিচেল স্টার্ক কোনভাবেই খারাপ ব্যাটার না কিন্তু সে বলে ব্যাটই লাগাতে পারেনি।”
এই ম্যাচে দুই উইকেট শিকার করে এক ম্যাচ কম খেলে আবারও পার্পল ক্যাপের মালিক হয়েছেন মুস্তাফিজুর রহমান। চার ম্যাচে নয় উইকেট নিয়ে এবারের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।
মুস্তাফিজের ফেরার ম্যাচে সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। দুই ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে তারা। টস হেরে আগে ব্যাট করা কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৭ রান। জবাবে অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদের ফিফটিতে সাত উইকেটের জয় পায় চেন্নাই সুপার কিংস।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।