রাজনৈতিক বিক্ষোভের জেরে শ্রীলঙ্কা 'এ' দলের পাকিস্তান সফর স্থগিত
সিরিজ স্থগিত হওয়ার পর বিক্ষোভ কর্মসূচিও স্থগিত হয়েছে

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-11-27T11:06:01+06:00
আপডেট হয়েছে - 2024-11-27T11:06:01+06:00
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দীর্ঘ দিন ধরে কারাগারে আছেন। ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছিলেন তার সমর্থকরা। এই বিক্ষোভের জের ধরে মঙ্গলবার শ্রীলঙ্কা 'এ' দল পাকিস্তানে সিরিজ শেষ না করেই ফিরে যায়। তবে বুধবার সকালেই বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে ইমরানের দল।
ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের ইসলামাবাদে ব্যাপক বিক্ষোভের কারণে শ্রীলঙ্কা 'এ' দলের পাকিস্তান সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সিরিজের বাকি ছিল আর দুইটি ওয়ানডে ম্যাচ, ২৭ নভেম্বর ও ২৯ নভেম্বর। বাকি দুটি ওয়ানডে হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ডে।
পিসিবি জানিয়েছে, রাওয়ালপিন্ডি ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 'রাজনৈতিক বিক্ষোভের' কারণে ম্যাচ স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে পিসিবি জানায়, 'শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে আলোচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রাজনৈতিক বিক্ষোভের কারণে পাকিস্তান শাহিনস-শ্রীলঙ্কা 'এ' সিরিজের শেষ দুটি ৫০ ওভারের ম্যাচ স্থগিত করেছে।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বুধ ও শুক্রবার হওয়ার কথা ছিল শেষ দুটি ম্যাচ। সিরিজ শেষ করার জন্য ভবিষ্যতে আবার আলোচনা করে নতুন তারিখ চূড়ান্ত করবে দুই দেশের ক্রিকেট বোর্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ৫০ ওভারের ম্যাচ ১০৮ রানে জিতে নিয়েছে পাকিস্তান। আগের দুই ম্যাচের প্রথম শ্রেণির সিরিজও ১-০ ব্যবধানে জিতেছিল তারা।
উল্লেখ্য, নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে একদিনের সংঘর্ষের পর বুধবার ভোরে পিটিআই ঘোষণা করেছিল যে তারা 'আপাতত' ইসলামাবাদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি প্রত্যাহার করছে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।