
রিয়াদকে একটি সুযোগ দেওয়ার পক্ষে তুষার
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-08-26T01:24:25+06:00
আপডেট হয়েছে - 2023-08-26T01:24:25+06:00
এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। স্কোয়াড ঘোষণার পর থেকেই রিয়াদের জায়গা না পাওয়ার ব্যাপারে তুমুল আলোচনা চলছে দেশের ক্রিকেট মহলে। কেউ রিয়াদকে রাখার পক্ষে মত দিচ্ছেন। অনেকে আবার রিয়াদকে দলের বাইরে রাখার সিদ্ধান্তকেই সঠিক বলছেন।
স্কোয়াডে না থাকলেও অনুশীলনের মধ্যেই আছেন রিয়াদ। ছবি : বিডিক্রিকটাইম
সর্বশেষ ইংল্যান্ড সিরিজের পর থেকে দলের বাইরে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে বিশ্রামের কথা বলেও বাদ দেওয়া হলেও সেই বিশ্রাম চলছেই। আসন্ন এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হয়নি সাইলেন্ট কিলারের। তবে দেশের সাবেক ক্রিকেটার তুষার ইমরানের মতে, রিয়াদকে শেষ একটি সুযোগ দেওয়া যেত।
গতকাল (২৫ আগস্ট) গণমাধ্যমের সাথে আলাপকালে তুষার জানান, ‘(মহেন্দ্র সিং) ধোনি যখন অধিনায়ক হয়ে আসে তখন অনেক সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়েছিল। তাদের ব্যাটিং ছিল, ফিল্ডিং ছিল না। মাহমুদউল্লাহ যে ফিল্ডিংয়ের জন্য বাদ পড়েছে সেটা আমি বলছি না। তার ফিল্ডিং যথেষ্ট ভালো। একজন অলরাউন্ডার হিসেবে মাহমুদউল্লাহ বাংলাদেশকে অনেক সার্ভিস দিয়েছে। সে একটি সুযোগ পেতে পারে আমার কাছে মনে হয়। তাকে যে বিবেচনায় রাখেনি তাও বলব না। হয়ত বিবেচনায় আছে দলের এবং কোচের।’
তুষার আরও জানান, ‘আসলে মাহমুদউল্লাহকে যদি দলে নেন তাহলে কত নাম্বারে তাকে সেট করবেন তা একটি প্রশ্ন। তার রিসেন্ট যে ফর্ম তাতে আসলে বিবেচনা করা যেত ২-১ সিরিজ আগেই। এখন যেহেতু এশিয়া কাপ এবং বিশ্বকাপ এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে কোচ কিংবা ক্রিকেট বোর্ড বলেন তাকে নিয়ে হয়তবা চিন্তাভাবনা করছে না। যদি সাকিব, কোচ এবং বোর্ড চায় তাহলে হয়ত আবার তাকে অন্তর্ভুক্ত করতে পারে।’
এশিয়া কাপের স্কোয়াডে না থাকলেও অতিরিক্ত ক্রিকেটারদের অনুশীলনের তালিকায় আছে রিয়াদের নাম। ফলে প্রস্তুতির মাঝেই আছেন তিনি। বিশ্বকাপ স্কোয়াডে থাকা কেউ চোটে পড়লে হয়ত সুযোগ মিলতেও পারে সাইলেন্ট কিলারের।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।