'রোহিতের সাথে বাবর-রিজওয়ানের তুলনা চলে না'
সালমান বাট বলেন, “রোহিতের যে দক্ষতা, সে যদি কোহলির চেয়ে অর্ধেক ফিটও হতো, তাহলে তাঁর চেয়ে ধ্বংসাত্মক ব্যাটার অন্য কেউই হতে পারত না। শুধুমাত্র এবিডি ভিলিয়ার্স তাঁর কাছাকাছি আসতে পারত।”

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-09-13T15:34:31+06:00
আপডেট হয়েছে - 2022-09-13T15:48:34+06:00
খেলার সারসংক্ষেপ
সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনালে ১৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান খেলেন ৪৯ বলে ৫৫ রানের মন্থর ইনিংস। শ্রীলঙ্কার কাছে এশিয়া কাপ খোয়ানোর পেছনে রিজওয়ানের অমন ধীরগতির ব্যাটিংকে কাঠগড়ায় তুলছেন ক্রিকেট বিশ্লেষকরা। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থানের পরও সমালোচানায় বিদ্ধ হতে হচ্ছে রিজওয়ানকে। তাঁরই স্বদেশী সাবেক অধিনায়ক সালমান বাট তো রিজওয়ানের চেয়ে র্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে থাকা ভারতীয় ব্যাটার রোহিত শর্মাকে এগিয়ে রাখছেন। এমনকি বাবর আজমের চেয়েও রোহিতকে তুলনামূলক ভালো ব্যাটার মানছেন সালমান।
কোহলির চেয়ে অর্ধেক ফিট হলেও রোহিত আরও ধ্বংসাত্মক ব্যাটার হতেন বলে মনে করেন সালমান বাট। টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ৮১৫ রেটিং নিয়ে এক নম্বরে আছেন রিজওয়ান। আর ৭৯৪ রেটিং নিয়ে রিজওয়ানের পরেই আছেন পাকিস্তান অধিনায়ক বাবর। অন্যদিকে, ভারতীয় অধিনায়ক রোহিত ৬১২ রেটিং নিয়ে আছেন ১৪তম অবস্থানে। টি-টোয়েন্টি সংস্করণের র্যাঙ্কিংয়ে রিজওয়ান-বাবরদের মতো কখনই ৮১৫ কিংবা ৭৯৪ রেটিং ছোঁয়া হয়নি রোহিতের। তবুও ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হয়ে রোহিতকেই এগিয়ে রাখছেন সালমান। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারের সাফ কথা, রোহিতের সঙ্গে বাবর-রিজওয়ানদের তুলনাই চলে না।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে সালমানকে বলতে দেখা যায়, “রোহিতের সাথে বাবর- রিজওয়ানের তুলনা চলে না। তাঁর (রোহিতের) যে দক্ষতা, সে যদি কোহলির চেয়ে অর্ধেক ফিটও হতো, তাহলে তাঁর চেয়ে ধ্বংসাত্মক ব্যাটার অন্য কেউই হতে পারত না। শুধুমাত্র এবিডি ভিলিয়ার্স তাঁর কাছাকাছি আসতে পারত।”
ফিটনেস নিয়ে সালমানই প্রথম না, খোদ রোহিত এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন সমথর্করাও এই ইস্যুতে বহুবার প্রশ্ন তুলেছেন। সালমানের পরামর্শের পর ফিটনেস নিয়ে রোহিত কি নতুন করে চিন্তা করবেন?
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।